ফিনল্যান্ড যাচ্ছে বাংলাদেশের স্টার্টআপ
- উদ্যোক্তা ডেস্ক
ইউরোপের সবচেয়ে বড় স্টার্টআপ প্রযুক্তি আয়োজন ‘স্ল্যাশ ২০১৬ গ্লোবাল ইমপ্যাক্ট এক্সিলারেটর’ (জিআইএ)-এ অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছে মানুষের দৈনন্দিন জীবনের স্বাস্থ্যগত সমস্যার সমাধানমূলক বাংলাদেশি স্টার্ট আপ আরএক্স ৭১ । আগামী ২২ নভেম্বর থেকে ১ ডিসেম্বর ফিনল্যান্ডের হেলসিংকিতে এটি অনুষ্ঠিত হবে।
এই ইভেন্টে অংশ নিয়ে বিশ্বের বড় বড় অর্থায়নকারী প্রতিষ্ঠানের কাছে নিজ নিজ উদ্ভাবনী প্রকল্প তুলে ধরতে পারবেন প্রতিযোগীরা। সেখান থেকে বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর প্রকল্প পছন্দ হলে মিলতে পারে বড় অর্থায়ন। এ ছাড়া গত বছর প্রথম পুরস্কার ছিল সাড়ে ছয় লাখ ইউরো (সাড়ে পাঁচ কোটি টাকার বেশি)। আরএক্স ৭১ ছাড়াও বাংলাদেশ থেকে এই আয়োজনে যাওয়ার সুযোগ পাচ্ছে বাংলাদেশি স্টার্ট আপ ‘১০ মিনিটস স্কুল’। ২০ অক্টোবর স্ল্যাশের ওয়েবসাইটে জিআইএ প্রতিযোগী হিসেবে ফিনল্যান্ডের টিকিট পাওয়া প্রতিযোগীদের নাম প্রকাশ করা হয়েছে। এসব স্টার্টআপের ফিনল্যান্ডে যাওয়ার যাবতীয় খরচ স্ল্যাশ বহন করে থাকে।
স্ল্যারশর তথ্য অনুযায়ী, বৈশ্বিক এ প্রতিযোগিতায় হাজারো উদ্যোক্তা অংশ নেন। স্ল্যাশের আঞ্চলিক প্রতিযোগিতায় উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করেন উদ্যোক্তারা। বিশ্বের ২১টি দেশে এ প্রতিযোগিতা হয় এবং ৪০টি স্টার্টআপ চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হয়।
২৬ আগস্ট ঢাকার ধানমন্ডি ইএমকে সেন্টারে অনুষ্ঠেয় প্রাথমিক বাছাই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা নিজেদের প্রকল্প তুলে ধরেন। পরে বাংলাদেশ পর্বের চূড়ান্ত বাছাই হয় এমসিসি লিমিটেডের এম ল্যাবে। বাংলাদেশ থেকে প্রথমে ৩টি স্টার্টআপকে বাছাই করে পাঠানো হয় এবং স্ল্যাশ গ্লোবাল সিলেকশন টিম দুটি প্রকল্পকে হেলসিংকির বৈশ্বিক ইভেন্টের জন্য নির্বাচিত করেছেন।
উল্লেখ্য, আরএক্স৭১ মানুষের দৈনন্দিন জীবনের স্বাস্থ্যগত সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করে থাকে। রোগ থেকে ভালো থাকার জন্য পরামর্শ, অ্যানিমেটেড ভিডিও ও অন্যান্য যাবতীয় তথ্য দেবে। এ ছাড়া পুষ্টি তথ্যসহ আরও অনেক কিছু আছে অ্যাপে। অ্যাপ এবং সার্ভিসগুলো সাধারণ মানুষের জন্য একদম ফ্রি।