শীর্ষ ১০ স্টার্টআপ

শীর্ষ ১০ স্টার্টআপ

  • উদ্যোক্তা ডেস্ক

কানেক্টিং স্টার্টআপ শীর্ষক প্রতিযোগিতার মাধ্যমে শীর্ষ ১০ নতুন সম্ভাবনাময় ব্যবসায়ী উদ্যোগ জনতা সফটওয়্যার পার্কে বিনামূল্যে অফিস স্পেস পেয়েছে। উদ্যোগগুলো সদ্য সমাপ্ত ডিজিটাল ওয়ার্ল্ডে অংশ নিয়েও দর্শনার্থীদের নজর কেড়েছে। 


দেশে উদ্ভাবনী ও আন্তর্জাতিকমানের উদ্যোগ তৈরির লক্ষ্যে আইসিটি বিভাগ, বেসিস, বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের যৌথ উদ্যোগে যৌথ আয়োজেনে ‘কানেক্টিং স্টার্টআপস-২০১৬’ প্রতিযোগিতার আয়োজন করা হয়। তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে তাদের উদ্যোগকে তুলে ধরতে গত বছরের অক্টোবরে শুরু হয় এ প্রতিযোগিতা। প্রতিযোগিতায় বিজয়ী ১০ উদ্যোগ রাজধানীর জনতা টাওয়ারের চার তলায় বিনামূল্যে অফিস পেয়েছে। এখানে তারা এক বছর বিনামূল্যে সব ধরনের সুবিধা পাচ্ছেন। আর বাংলালিংক নির্বাচিত স্টার্টআপদের জন্য অফিস স্পেসের ডেকোরেশন করে দিয়েছে। শীর্ষ দশ ছাড়াও বাকি ৪০টি উদ্যোগ জনতা সফটওয়্যার টেকনোলজি পার্কে কো-ওয়ার্কিং স্পেস সুবিধা পাবে। বিজয়ী ১০ স্টার্টআপ হচ্ছে বিডিরেটস.কম, অ্যাপ্লিকেশন ককপিট, ম্যাডভাইজার, হিরোজ অব ৭১, খুঁজুন, জিয়ন, সিক্স অ্যাক্সিস, ইশকুল,

কগনিটিভ হেড হান্টার এবং ইন্টারঅ্যাক্টিভ থেরাপি। শীর্ষ ১০ উদ্যোগের পাশাপাশি সম্ভাবনাময় স্টার্টআপ কোম্পানিগুলো এবারের ডিজিটাল ওয়ার্ল্ডে বিনামূল্যে তাদের পণ্য ও সেবা প্রদর্শনের সুযোগ পায়।

কগনেটিভ হেড হান্টার

চাকরিদাতাদের জন্য দারুণ একটি প্লাটফর্ম হিসেবে কাজ করবে কগনেটিভ হেড হান্টার। ধরুন, আপনি আপনার প্রতিষ্ঠানের কর্মী নিয়োগের জন্য কোনো একটি জব সাইটে বিজ্ঞাপন দিয়েছেন। এখন সেখান থেকে যেসব সিভি আসবে, কগনেটিভ হেড হান্টার সেগুলোকে আপনার প্রয়োজন এবং প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে সার্চ করে দেবে। অর্থাৎ যোগ্যতা অনুসারে প্রার্থী বাছাই করার ঝামেলা দূর করে দেবে। আসিফ আতিক, আরিফ হোসেন, নাইম হোসেন ও মাহমুদুর রহমানের এ উদ্যোগটি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার অ্যাপ। এটি মূলত চাকরির আবেদনপত্র যাচাই-বাছাইয়ের কাজ করে। আসিফ আতিক জানান, এতে প্রতিষ্ঠানগুলোর মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের কাজ অনেকাংশে কমে যাবে।

ইন্টারঅ্যাক্টিভ থেরাপি

এটি মূলত একটি ওয়েব অ্যাপ্লিকেশন। যেটি ব্যবহার করে বিভিন্ন ব্যায়াম সম্পর্কে জেনে প্রতিবন্ধী লোকজন নিজেদের প্রতিবন্ধকতা কাটিয়ে ওঠার চেষ্টা করতে পারবে। দুর্ঘটনার শিকার হয়ে কিংবা জন্মগতভাবে কোনো ধরনের প্রতিবন্ধকতার কারণে শারীরিক অবস্থার যদি অবনতি হয়, তবে তা কাটিয়ে ওঠা যাবে শারীরিক ব্যায়ামের মাধ্যমে। অনেক সময় চিকিৎসক কিংবা ফিজিওথেরাপিস্টের কাছে যাওয়া কঠিন হয়ে পড়ে। এমন মুহূর্তে বাসায় বসে এই অ্যাপ্লিকেশন থেকে বিভিন্ন ব্যায়াম সম্পর্কে জেনে তা করা যাবে। অর্থাৎ চলাচল করতে অক্ষম, এমন শারীরিক প্রতিবন্ধীদের জন্য তৈরি করা হয়েছে ইন্টারঅ্যাক্টিভ থেরাপি। এর মাধ্যমে এক জায়গায় থেকেই নিয়মিত বিভিন্ন ব্যায়াম করতে পারবেন। মূলত এসব ক্ষেত্রে রোগীকে নিয়মিত একজন থেরাপিস্টের কাছে গিয়ে থেরাপি নিতে হয়। তবে অ্যাপটির মাধ্যমে থেরাপিস্টের তত্ত্বাবধানে ঘরে বসেই কাজটি করা যাবে। একই সঙ্গে কতদূর অগ্রগতি হলো, সে বিষয়টিও দেখা যাবে অ্যাপ থেকেই।

অ্যাপ্লিকেশন ককপিট

ইমপল ভিস্তা এই উদ্যোগ ২০১৩ সালে গড়ে তোলেন এসএম

রবিউল ইসলাম ও সোহেল রানা। এটি মূলত একটি অ্যাপ্লিকেশন লাইফসাইকেল ম্যানেজমেন্ট সিস্টেম। এর মাধ্যমে ইন্টারনেট থেকেই আরও দ্রুত এবং কার্যকর উপায়ে ডকুমেন্ট সিস্টেম থেকে তাদের প্রয়োজন অনুসারে ডকুমেন্ট তৈরি কিংবা সম্পাদনা এবং অন্যদের সঙ্গে শেয়ার করা যাবে। এ ছাড়া সফটওয়্যার আর্কিটেকচার, বিল্ড ও টেস্টিং, সফটওয়্যার মেইন্টেন্যান্স প্রভৃতি সেবাও পাওয়া যাবে এর মাধ্যমে। এই টুল এসএপি, ওরাকল, মাইক্রোসফট এইচপিএসএম, ইনসাইড মাইক্রোসফট শেয়ারপয়েন্টের মতো ডেটাবেস সফটওয়্যার থেকে প্রয়োজন অনুযায়ী তথ্য সংগ্রহ করে সরবরাহ করে, যা ব্যবসায়ের জন্য সঠিক সিদ্ধান্ত গ্রহণ সহজ করে। এর মাধ্যমে প্রতিষ্ঠানের কর্মকর্তাদের স্বয়ংক্রিয়ভাবে প্রাত্যহিক, সাপ্তাহিক কিংবা মাসিক প্রতিবেদন দিতে পারে এটি। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনার পরিচালক এসএম রবিউল ইসলাম বলেন, প্রতিষ্ঠানটির করার আগে ছয় বছর চাকরি করি বিভিন্ন সফটওয়্যার ফার্মে। তিনি পরবর্তীতে ডেনমার্কে চলে যান। সেখানে একটি সফটওয়্যার ফার্মে কাজ শুরু করেন। ডেনমার্কের প্রতিষ্ঠানটি বাংলাদেশির সঙ্গে কাজ করে অনেক বেশি স্বাচ্ছন্দ্যবোধ করায় আমাকে জবের অফার করে। আমি রাজি না হলেও, দেশে থেকেই সাপোর্ট দিতে আগ্রহ দেখায়। এরপরই শুরু হয় আমাদের কার্যক্রম। ঠি

বিডিরেটস ডট কম

ব্যাংক থেকে ক্রেডিট কার্ড, এফডিআর, ডিপিএস, গাড়ি, বাড়ি ও ব্যক্তিগত ঋণ পেতে সহায়তা করে এ প্রতিষ্ঠান। এটি মূলত অনলাইনে ব্যাংক ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সেবাগুলো তুলে ধরার একটি প্ল্যাটফর্ম বা অনলাইন ফিনান্সিয়াল অ্যাগ্রিগেটর। একই সঙ্গে ওয়েবসাইটটি ব্যাংক ও ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর ডাইরেক্ট সেলস এজেন্ট হিসেবেও কাজ করবে। ওয়েবসাইটটির মূল উদ্দেশ্য হলো আর্থিক বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারটিকে আরও সহজ এবং দ্রুত করে তোলা। ডিপোজিট অ্যাকাউন্ট, ইন্স্যুরেন্স, ক্রেডিট কার্ড, ব্যাংক লোন প্রভৃতি সেবার ক্ষেত্রে ওয়েবসাইটটি থেকে পাওয়া যাবে বিভিন্ন প্রতিষ্ঠানের তুলনামূলক চিত্র। বিডি রেটসের প্রধান উদ্যোক্তা মেহরান চৌধুরী জানান, ২০১৫ সালের অক্টোবরে তিনি ও তার স্ত্রীসহ চারজন মিলে এই প্রতিষ্ঠান গড়ে তোলেন।

ম্যাডভাইজার

আপনার সেলফোনে অপারেটরের কোন প্যাকেজ বা সুবিধাটি সবচেয়ে সাশ্রয়ী তা জানিয়ে দেবে ম্যাডভাইজার। ফলে মোবাইল ফোনের খরচ অনেকাংশে কমে আসবে, এমনটাই দাবি ম্যাডভাইজারের সহ-প্রতিষ্ঠাতা আবদুল মুকিত আহমেদের। পাঁচজন মিলে ২০১৪ সালে তৈরি করেন এই অ্যাপ। মোবাইল গ্রাহকদের জন্য এটি দারুণ একটি অ্যাপ। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এই অ্যাপটি মোবাইলের বিভিন্ন ধরনের বিল অনেক কমিয়ে আনতে সক্ষম। অ্যাপটি মোবাইল অপারেটরের চালু থাকা বিভিন্ন প্যাকেজ বিবেচনায় নিয়ে একজন গ্রাহকের জন্য সেরা ভয়েস, ডাটা কিংবা কমবো প্যাকের পরামর্শ প্রদান করতে সক্ষম। বিল কমিয়ে আনার পাশাপাশি বিভিন্ন প্যাকেজ ক্রয়ে জটিলতাও দূর করতে পারে এটি। অ্যাপটি তৈরি করেছে হিউম্যাক ল্যাব।

সিক্স অ্যাক্সিস

থ্রিডি প্রিন্টিং এবং ইলেকট্রনিক্স সংক্রান্ত বিভিন্ন প্রযুক্তিগত সেবা দিয়ে থাকে সিক্স অ্যাক্সিস টেকনোলজিস। এর পাশাপাশি রোবোটিক্স এবং এমবেডেড সিস্টেম সংক্রান্ত সেবাও আছে তাদের তালিকায়। এ উদ্যোগের যাত্রা শুরু ২০১৫ সালে।প্রতিষ্ঠানটি ইতিমধ্যেই চালু করেছে নিজস্ব ব্র্যান্ডের থ্রিডি প্রিন্টার। যার মধ্যে রয়েছে থ্রিডি প্রিন্টার, থ্রিডি সিএডি, সিএএম ডিজাইন যন্ত্র। সিক্স অ্যাক্সিসের সহ-প্রতিষ্ঠাতা আশরাফুল আলম বলেন, ‘আমাদের সেবা গ্রহণ করে যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের পণ্যের নমুনা [প্রোটোটাইপ] তৈরি করতে পারবে। সিক্স অ্যাক্সিসের অপর দুই উদ্যোক্তা হলেন মুজিবুর রহমান ও সরওয়ার মোরশেদ।

দেশের প্রত্যন্ত অঞ্চলে উন্নত স্বাস্থ্যসেবা পেঁৗছে দিতে কাজ করছে ভিন্নধর্মী একটি স্টার্টআপ ‘জিয়ন’। প্রতিষ্ঠানটি মূলত স্থানীয় বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রের সহায়তায় টেলিমেডিসিন বা ই-স্বাস্থ্যসেবা পদ্ধতি ব্যবহার করে এসব অঞ্চলের মানুষের কাছে বিশেষজ্ঞ চিকিৎসকদের উন্নত সেবার সুযোগ করে দিচ্ছে। এ ক্ষেত্রে স্থানীয়ভাবে প্রথমেই বাছাই করে নেওয়া হয় একটি ফার্মেসি এবং একজন ফার্মাসিস্টকে। তিনি প্রযুক্তি ব্যবহার করে রোগীর বিভিন্ন তথ্য সঠিকভাবে পাঠিয়ে দেন দূরবর্তী চিকিৎসকের কাছে। টেলিমেডিসিন পদ্ধতি ব্যবহার করে ঢাকায় একটি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে রেফারেল সেন্টার পরিচালনা করছে তারা। গ্রামের নির্দিষ্ট ওষুধের দোকানে আসা রোগীকে প্রশিক্ষিত ওষুধের দোকানদার শারীরিক পরীক্ষা ও রোগের বিস্তারিত তথ্য ভিডিও কনফারেন্সে জানিয়ে দিচ্ছেন রেফারেল সেন্টারে। চিকিৎসক পরবর্তী সময়ে কোনো জিজ্ঞাসা বা পরীক্ষার প্রয়োজন থাকলে তা জানান এবং সবশেষে চিকিৎসক ব্যবস্থাপত্র লিখে পাঠালে দোকানে থাকা প্রিন্টারে প্রিন্ট হয়ে যাবে। ২০১৩ সালে জিয়ন গড়ে তোলেন রুবায়াত খান ও মৃদুল চৌধুরী।

হিরোজ অব ৭১

মুক্তিযুদ্ধভিত্তিক দেশীয় গেম ‘হিরোজ অব ৭১’। দেশের কোনো প্রতিষ্ঠানের তৈরি এটিই প্রথম ফার্স্ট পারসন শুটার গেম। গেমটি তৈরি করেছে পোর্টবি্লস। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের ওপর ভিত্তি করে তৈরি করা গেমটি ইতিমধ্যেই দেশের তরুণ জনগোষ্ঠীর কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। হিরোজ অব ৭১-এর টিম লিড মাশা মুস্তাকিম জানান, ১০ জন সদস্য নিয়ে তাদের এই প্রতিষ্ঠান আত্মপ্রকাশ করেছে গত এপ্রিল মাসে। ভবিষৎতে এ ধরনের আরও গেমই তৈরি করবে প্রতিষ্ঠানটি। যা দেশের বিভিন্ন ঐতিহাসিক সময়কে সামনে নিয়ে আসবে।

ইশকুল

প্রযুক্তি নেক্সেটের অন্যতম কার্যক্রম ইশকুল। যার মাধ্যমে তারা স্থান পেয়েছে কানেক্টিং স্টার্টআপের দশে। হাসিবুল ওহাব, অনির্বাণ সাহা ও একরামুল হায়দার_ এই তিনজন ইশকুলের উদ্যোক্তা। হাসিবুল বলেন, আমরা অস্ট্রেলিয়ার কিছু স্কুলের জন্য কাজ করতাম, পরবর্তীতে চিন্তা করি এগুলো আমাদের দেশেও ব্যবহার করতে পারি। এই ইচ্ছা থেকেই শুরু। সাইটটি মূলত শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের কাজকে অনেকটা সহজ করে। এতে শিক্ষার্থীদের নম্বর, উপস্থিতি, রুটিনসহ বিভিন্ন তথ্য শিক্ষকরা যেমন দিতে পারবেন, তেমনি অভিভাবকরাও জানতে পারবেন এসব তথ্য। ‘ইশকুল’-এর ওয়েবসাইট থেকে ই-লার্নিং সুবিধা গ্রহণ করা যাবে।
খুঁজুন

নুরুল ফেরদৌস, মাসুদ আহমেদ এবং তাদের বিদেশি বন্ধু টিম অ্যাবট_ এই তিনজন ২০১৫ সালে চালু করেন ওয়েব তথ্য খোঁজার ওয়েবসাইট [সার্চ ইঞ্জিন] ‘খুঁজুন’। নুরুল ফেরদৌস বলেন, খুঁজুন মূলত দেশের ইন্টারনেট ব্যবহারকারীদের কথা মাথায় রেখে বানানো হয়েছে। ইংরেজিতে লিখে কিছু খুঁজলে বাংলায় ফলাফল দেখা যাবে। নতুন সার্চ ইঞ্জিন খুঁজুন ডটকমের শীর্ষ দশটি বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ক্রস ভাষার সাপোর্ট, বুলিয়ান অপারেটর সাপোর্ট, আরিথম্যাটিক অপারেশন সাপোর্ট, তারিখ রেঞ্জ সাপোর্ট, ফুজি কোয়ারি সাপোর্ট, অ্যাসেন্ট অক্ষর সাপোর্ট, ন্যাচারাল ভাষা কোয়ারি সাপোর্ট, রিলেশনল অপারেটর সাপোর্ট_ সব ডকুমেন্ট একসঙ্গে নির্বাচনের সাপোর্ট। এতে রয়েছে বিভিন্ন ক্যাটাগরি, কি-ওয়ার্ডভিত্তিক সার্চ করার সুবিধা। এর সাহায্যে ব্যবহারকারীরা সহজেই কাঙ্ক্ষিত ফল পেতে পারবেন।  favicon59-4

Sharing is caring!

Leave a Comment