অন্ধ্র বিশ্ববিদ্যালয়ে ইউনূস সামাজিক ব্যবসাকেন্দ্র
- উদ্যোক্তা ডেস্ক
ভারতের বিশাখাপত্তমে অবস্থিত অন্ধ্র বিশ্ববিদ্যালয় গত ৫ জানুয়ারি ৯০তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং প্রফেসর মুহাম্মদ ইউনূসের নোবেল পুরস্কার প্রাপ্তির দশম বার্ষিকী উপলক্ষে আয়োজিত তিন দিনের এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বরণ করে প্রফেসর ইউনূসকে।
এ উপলক্ষে অন্ধ্র বিশ্ববিদ্যালয় টেকসই উন্নয়নের ওপর একটি সিম্পোজিয়ামেরও আয়োজন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে মূল বক্তব্য দেন প্রফেসর ইউনূস। তাঁর ভাষণের আগে অন্ধ্র প্রদেশের মানব উন্নয়নমন্ত্রী গান্ত শ্রীনিবাস রাও এবং অন্ধ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর নাগেশ্বর রাও প্রফেসর ইউনূসকে স্বাগত জানান এবং ঘোষণা করেন যে অন্ধ্র বিশ্ববিদ্যালয় একটি আন্তবিভাগীয় ব্যবস্থা হিসেবে সেখানে একটি ইউনূস সামাজিক ব্যবসাকেন্দ্র প্রতিষ্ঠা করতে যাচ্ছে। সামাজিক ব্যবসাবিষয়ক গবেষণা পরিচালনা ও তরুণ উদ্যোক্তাদের সামাজিক ব্যবসায়ে উৎসাহিত করতে এই ইউনূস সামাজিক ব্যবসাকেন্দ্রটি প্রক্রিয়াধীন আছে বলে তাঁরা উপস্থিত অতিথিদের অবহিত করেন।