উদ্যোক্তাদের মিলনমেলা

উদ্যোক্তাদের মিলনমেলা

  • উদ্যোক্তা ডেস্ক

প্রায় তিন শতাধিক উদ্যোক্তার অংশগ্রহণে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়ে গেল ‘ড্যাফোডিল এন্ট্রাপ্রেনার্স মিটআপ-২০১৭’ যাদের মধ্যে সবাই প্রাক্তন ও নবীন শিক্ষার্থী। গত সোমবার (২৩ জানুয়ারি) ড্যাফোডিল এন্ট্রাপ্রেনার্স ফোরামের আয়োজনে শিক্ষার্থী-উদ্যোক্তাদের এ মিলনমেলা বসেছিল বিশ্ববিদ্যালয়টির ব্যাংকুয়েট হলে। এতে উদ্যোক্তারা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খানের সঙ্গে এক ব্যবসায়িক গোলটেবিল বৈঠকে মিলিত হন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন এন্ট্রাপ্রেনারশিপ বিভাগের প্রধান সৈয়দ মারুফ রেজা এবং ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ডেভলপমেন্ট ইন্সটিটিউটের (এইচআরডিআই) পরিচালক অধ্যাপক ড. ফরিদ এ সোবহানী।

অনুষ্ঠানে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান মো. সবুর খান বলেন, ‘ড্যাফোডিল এন্ট্রাপ্রেনার্স ফোরামের ব্যবস্থাপনায় সকল উদ্যেক্তাকে একটি প্ল্যাটফর্মে সংযুক্ত করতে হবে। এটা করতে পারলে ব্যবসায়ী থেকে ব্যবসায়ী (বিটুবি) নেটওয়ার্কিংয়ের মাধ্যমে নতুন উদ্যোক্তারা আরও সহজভাবে তাদের ব্যবসাকে এগিয়ে নিতে পারবেন যার মূল লক্ষ্য বেকারত্ব নিরসন করা।’

মো. সবুর খান আরও বলেন, ‘প্রায় সাত শতাধিক উদ্যোক্তা রয়েছে যারা ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছে। এসব উদ্যোক্তারা এখন ঘরে বাইরে সাত হাজারের অধিক কাজের সুযোগ সৃষ্টি করছে।ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দক্ষ, উদ্যমী এবং মেধাবী উদ্যোক্তা তৈরিতে বিশ্বাস করে। সেই উদ্দেশ্যকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়টি চার বছর মেয়াদী ব্যাচেলর অব এন্ট্রাপ্রেনারশিপ ডিগ্রি চালু করেছে। পাশাপাশি প্রতিষ্ঠানটি ‘ড্যাফোডিল বিজনেস ইনকিউবেটর’ স্থাপন করেছে যাতে শিক্ষার্থীরা শিক্ষাজীবনের শুরু থেকেই একজন উদ্যোক্তার মানসিকতা নিয়ে নিজেকে গড়ে তুলতে পারে।’

এন্ট্রাপ্রেনার্স ফোরামের সমন্বয়ক শাহীন খান জানান, এন্ট্রাপ্রেনার্স মিটআপ প্রতিবছরই নিয়মিতভাবে অনুষ্ঠিত হবে। তবে আগামী বছর ২০১৮ সাল থেকে এতে কিছু পরিবর্তন আসবে। এছাড়া, খুব শিঘ্রই ‘স্টার্টআপ বাংলাদেশ’ নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করতে যাচ্ছে যেখানে এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী উদ্যোক্তারা অগ্রাধিকার ভিত্তিতে সদস্য হবেন বলেও জানান তিনি।
favicon59-4

Sharing is caring!

Leave a Comment