নারী দিবসে উদ্ভাবন প্রতিযোগিতা
- উদ্যেক্তা ডেস্ক:
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) ও ফেসবুক ডেভেলপার সার্কেল ‘ওমেন্স ডে ইনোভেশন চ্যালেঞ্জ ২০১৭’-এর আয়োজন করেছে। নারীদের প্রযুক্তি এবং নতুন উদ্যোগে উৎসাহ দেওয়াই এর উদ্দেশ্য।
৮ মার্চ বেলা তিনটায় রাজধানীর ইউআইইউ ক্যাম্পাসে হবে এই প্রতিযোগিতা। অংশ নিতে অনলাইনে (https://devcwomen.hackerearth.com) নিবন্ধন করতে হবে। এরপর মেধার ভিত্তিতে ১০টি দলকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে। শীর্ষ ৩ বিজয়ী পাবেন ৪০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এফবি স্টার্ট ভার্চ্যুয়াল ইনকিউবেশন এবং এক দিনের বুটক্যাম্প।