রাজধানীতে ‘স্টার্টআপ গেটওয়ে’ অনুষ্ঠিত
- উদ্যোক্তা ডেস্ক
দেশকে এগিয়ে নিতে প্রয়োজন তরুণ নেতৃত্ব । এজন্য তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। তবেই দেশের অগ্রগতি আসবে।
সোমবার রাজধানীর ইএমকে সেন্টারে সামাজিক সংগঠন ইয়ুথ স্কুল ফর সোস্যাল অ্যানট্রাপ্রেনেউরস (ওয়াইএসএসই) আয়োজিত ‘স্টার্টআপ গেটওয়ে’ শীর্ষক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ইবনুল সাঈদ রানা বলেন, তরুণ উদ্যোক্তারা দেশের সম্পদ। তারা পরিবারের নেতৃত্ব দেবে, পরিবার থেকে পরবর্তীতে দেশে নেতৃত্ব দেবে।
অনুষ্ঠানে টাইমেক্স গ্রুপ সিঙ্গাপুরের চেয়ারম্যান সৌরভ আলজাহিদ, দ্য ডেইলি স্টারের হেড অব মার্কেটিং তাজদিন হাসান, ঢাকা ব্যাংক লিমিটেডের হেড অব কমিউনিকেশন্স অ্যান্ড ব্র্যান্ডিং আনোয়ার ইহতেশাম খন্দকার, ফায়ারফ্লেম মিডিয়ার সহ-প্রতিষ্ঠাতা ও সিইও এলেক্স ম্যাকেঞ্জি, অপটিমাক্স কমিউনিকেশন্স লিমিটেডের সিইও ও পরিচালক ইকবাল বাহার জাহিদ, ইয়ুথ স্কুল ফর সোস্যাল অ্যানট্রাপ্রেনেউরসের প্রতিষ্ঠাতা ও সভাপতি শেখ মো. ইউসুফ, সাউথ এশিয়ান ইয়ুথ রিসার্চ ইনস্টিটিউট ফর ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক জুয়েল রানা প্রমুখ উপস্থিত ছিলেন।