দেশি উদ্যোক্তাদের ফ্যাশন ফেস্টিভ্যাল শুরু ৩ এপ্রিল
- উদ্যোক্তা ডেস্ক
পহেলা বৈশাখ এবং বাংলা নতুন বছর সামনে রেখে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা প্লাজায় আগামী ৩ এপ্রিল থেকে শুরু হচ্ছে নতুন নকশা ও ঢঙের দেশীয় পোশাকের সম্ভার নিয়ে পাঁচ দিনের এক বর্ণাঢ্য ফ্যাশন ফেস্টিভ্যাল। দেশীয় ফ্যাশন উদ্যোক্তাদের সংগঠন ফ্যাশন এন্টারপ্রেনারস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এফইএবি) এর আয়োজন করছে।
শুক্রবার ফ্যাশন উদ্যোগ বৈশাখী ফ্যাশন ফেস্টিভ্যাল ও প্রথমবারের মতো ফ্যাশন সাংবাদিকতার পথিকৃত, মুক্তিযোদ্ধা ও সাপ্তাহিক বিচিত্রা সম্পাদক শাহাদাত চৌধুরী’র নামে আজীবন সম্মাননা পুরষ্কার বিষয়ক এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এসময় প্রথমবারের মতো শাহাদাত চৌধুরী’র নামে আজীবন সম্মাননা পুরষ্কারও ঘোষণা করা হয়। ফ্যাশন জগতের কৃতী ব্যক্তিদের অবদান স্বরূপ উদ্যোক্তা ও ডিজাইনার, এই দুই ক্যাটাগরিতে পুরষ্কার প্রদান করা হচ্ছে।
উদ্যোক্তা ক্যাটাগরিতে এবার সম্মাননা পেলেন নিপুন ক্রাফটস-এর ব্যবস্থাপনা পরিচালক আশরাফুর রহমান ফারুক ও ডিজাইনার ক্যাটাগরিতে সম্মাননা পেলেন চন্দ্র শেখর সাহা।