বিজনেস ইনোভেশন সামিট আগস্টে
- উদ্যোক্তা ডেস্ক
রাজধানীতে চলতি বছরের ৫ আগস্ট অনুষ্ঠিত হবে বিজনেস ইনোভেশন সামিট। বাংলাদেশ ইনোভেশন ফোরাম আয়োজন করতে যাচ্ছে এ সম্মেলন। সামিটের মূল প্রতিপাদ্য ধরা হয়েছে ‘আজকের উদ্ভাবন, আগামীর সম্ভাবনা’। কর্পোরেট এবং উদ্যোক্তা বিষয়কে প্রাধান্য দেয়া হচ্ছে এবারের সামিটে। ঢাকার কৃষিবিদ ইন্সটিটিউশনে বেলা ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সামিটের নানা অনুষ্ঠান চলবে।
‘বিজনেস ইনোভেশন সামিট’ সম্মেলনে দেশের সেরা কর্পোরেট আইকন থেকে শুরু করে, প্রতিষ্ঠিত উদ্যোক্তারা কথা বলবেন ব্যবসায়িক জগতের নানান দিক নিয়ে। কীভাবে একজন ব্যক্তি নিজেকে কর্পোরেট প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রস্তুত করতে পারেন এবং কীভাবে একজন উদ্যোক্তা নিজের উদ্যোগকে বাস্তবে রূপদান করতে পারেন এই নিয়ে আলোচনা করবেন বক্তারা।