গ্রামীণ নারীদের নিয়ে ইসরাত জাহানের ‘স্বপ্ন’
- উদ্যোক্তা ডেস্ক
নড়াইলের কালিয়া উপজেলার খাশিয়াল ইউনিয়নের টোনা গ্রামের শতাধিক নারী কলমদানি, ফুলদানি, পাপোশ, নকশিকাঁথা, চাদর, শাড়ি, জায়নামাজ, পাটি, মাফলার, টুপিসহ নিত্য ব্যবহার্য ৪০ প্রকার বাহারি পণ্য তৈরি করেছেন। মূলত কাগজ, কাঠ, মশারি, সুতা, বোতলসহ পরিত্যক্ত জিনিস দিয়ে এসব সামগ্রী তৈরি করা হয়। এসব পণ্য এখন স্থানীয়ভাবেই বিক্রি হচ্ছে। এতে বাড়তি আয়ের মাধ্যমে তাদের পরিবারে এসেছে সচ্ছলতা।
এ কার্যক্রমের মূল উদ্যোক্তা টোনা গ্রামের ইসরাত জাহান। তিনি এ প্রচেষ্টার নাম দিয়েছেন ‘স্বপ্ন’। এক বছর ধরে তিনি এসব নারীকে প্রশিক্ষণ দেয়ার পাশাপাশি বিভিন্নভাবে সাহায্য করছেন। আশপাশের এলাকায় বেশ সাড়া জাগিয়েছে তার এই ব্যতিক্রমী উদ্যোগ। কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল ইসলাম বলেন, এটি একটি ব্যতিক্রমী উদ্যোগ। আমরা বিভিন্নভাবে তাদের সহযোগিতা করছি।