ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ‘স্টার্টআপ গ্রিন্ড’ অনুষ্ঠিত
- উদ্যোক্তা ডেস্ক
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইনোভেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনারশিপ বিভাগের সহযোগিতায় গত রোববার (২৮ অক্টোবর) ‘স্টার্টআপ গ্রিন্ড’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এফএম প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. গাজী তৌহিদুর রহমান। এছাড়া স্টার্টআপ গ্রিন্ড সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন স্টার্টআপ গ্রিন্ড ডিআইইউ-এর পরিচালক আসিফ ইকবাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্টার্টআপ গ্রিন্ড ডিআইইউ-এর সমন্বয়ক বিউটি আক্তার।
আসিফ ইকবাল বলেন, স্টার্টআপ গ্রিন্ড ডিআইইউ হচ্ছে গুগল এন্টারপ্রাইজের বিশ্ববিদ্যালয় চ্যাপ্টার। এই ইভেন্টটি মূলত সফল উদ্যোক্তাদের উদ্যোক্তা হয়ে ওঠার গল্প শোনার আয়োজন।
উল্লেখ্য, স্টার্টআপ গ্রিন্ড হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় স্টার্টআপ কমিউনিটি। এটি গুগল এন্টারপ্রাইজের একটি উদ্যোগ। বিশ্বের ৪৫০টি শহরে স্টার্টআপ গ্রিন্ডের ১৫ লাখেরও বেশি উদ্যোক্তা রয়েছে। স্টার্টআপ গ্রিন্ড এই অক্টোবর মাসে সারা পৃথিবীতে ৩০০টি ইভেন্ট আয়োজন করেছে। স্টার্টআপ গ্রিন্ড ডিআইইউ হচ্ছে সেই আয়োজনের একটি।
স্টার্টআপ গ্রিন্ড ডিআইইউ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন: startupgrind.com/daffodil-international-university/