‘স্টার্টআপ ফান্ড কীভাবে জোগাড় করবেন’
- উদ্যোক্তা ডেস্ক
নবীন উদ্যোক্তাদের জন্য ‘স্টার্টআপ ফান্ড কীভাবে জোগাড় করবেন’ শীর্ষক কর্মশালা আজ বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) রাজধানীর শুক্রাবাদে ড্যাফোডিল বিজনেস ইনকিউবেটর ভবনে অনুষ্ঠিত হয়েছে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনোভেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনারশিপ বিভাগ, বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেড (বিভিসিএল) ও ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)-এর সহযোগিতায় ড্যাফোডিল বিজনেস ইনকিউবেটর এ কর্মশালার আয়োজন করে।
প্রধান অতিথি হিসেবে এ কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মনোয়ার কামাল। এরপর আলোচকরা ফান্ড, পুঁজি, বিনিয়োগ, ব্যবসায় প্রস্তাবনা, ফান্ড সংগ্রহের প্রক্রিয়া ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন।
উল্লেখ, ই-কমার্স উদ্যোক্তা উন্নয়নে বিভিসিএল এবং ই-ক্যাব একসঙ্গে কাজ করছে। উদ্যোক্তাদের শুধু ফান্ড দিয়ে সহযোগিতা করাই নয়, বরং তাদেরকে সচেতন করতে ও উদ্যোক্তা হিসেবে সফল করতে সব ধরনের সহযোগিতা করে থাকে এ দুটি প্রতিষ্ঠান।