ড্যাফোডিল—ফিউচার লিডার্স সমঝোতা
- উদ্যোক্তা ডেস্ক
উদ্যোক্তা উন্নয়ন ও বিকাশে যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মশালা ও কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভাসিটির ইনোভেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনারশিপ বিভাগ ও ফিউচার লিডার্স অ্যালায়েন্স লিমিটিডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্মাক্ষরিত হয়েছে। গত ২৭ ফেব্রুয়ারি (বুধবার) বিশ্ববিদ্যালয়ের ৭১মিলনায়তনে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন ইনোভেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনারশিপ বিভাগের প্রধান মোহাম্মদ শিবলি শাহরিয়ার ও ফিউচার লিডার্স অ্যালায়েন্স লিমিটিডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান কাজী এম আহমেদ। এসময় অরো উপস্থিত ছিলেন বাণিজ্য ও উদ্যোক্তাবৃত্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মাসুম ইকবাল, স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক সৈয়দ মিজানুর রহমান ও ফিউচার লিডার্স অ্যালায়েন্সের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সমঝোতা অনুযায়ী, ফিউচার লিডার্স অ্যালায়েন্স শিক্ষার্থীদের জন্য ব্যবসা ও উদ্যোগ সংক্রান্ত বিভিন্ন কর্মশালা, সেমিনার, পাবলিক লেকচার ইত্যাদির আয়োজন করবে। এক্ষেত্রে ভেন্যুসহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।