আসন্ন দশক আপনার হে বিদ্যুৎ ব্যবসায়ী !

আসন্ন দশক আপনার হে বিদ্যুৎ ব্যবসায়ী !

  • আনা হারটেন্সটিয়েন

আপনি যদি একজন বিদ্যুৎ-ব্যবসায়ী হন তবে আসন্ন দশক হবে আপনার। এই দশকে আপনি উন্নয়নশীল দেশগুলোতে নবায়নযোগ্য বিদ্যুৎ প্ল্যান্ট বিক্রি করতে পারবেন। যেহেতু এই মুহুর্তে জীবাস্ম জ্বালানীর মূল্য ক্রমশ নিম্নগামী।

ভাবছেন, এমন কথা কীভাবে বলছি? আমার কথার একটি যৌক্তিক ভিত্তি আছে বৈকি! সম্প্রতি ব্লুমবার্গ নিউ অ্যানার্জি ফাইন্যান্স একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে। সেই প্রতিবেদনেই এমন ভবিষ্যৎবাণী করা হয়েছে। কয়েকজন গবেষকের গবেষণার ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে আন্তর্জাতিক শক্তি সংস্থা।

গত বছরের প্রথম দিকে বিনিয়োগকারীরা জীবাস্ম জ্বালানীর চেয়ে অনেক বেশি বিনিয়োগ করেছিলেন নবায়নযোগ্য শক্তিতে। ফলে বেশিরভাগ অর্থ চলে গিয়েছিল উঠতি বাজারে। নবায়নযোগ্য শক্তির উত্থান মূলত তখন থেকেই।

-1x-1এদিকে ভেঞ্চার ক্যাপিটাল বিশেষজ্ঞরা গবেষণার মাধ্যমে আবিষ্কার করেছেন আরেক সত্য। তারা বলছেন, অনবায়নযোগ্য শক্তি ধীরে ধীরে অন্যান্য প্রকল্পে রূপান্তরিত হচ্ছে। ফলে বড় বড় ব্যাংকগুলোর ঋণ প্রকল্পের ধরনও বদলে গেছে। তারা এখন বাতাস ও সৌরশক্তিকে কাজে লাগিয়ে যেসব কারখানা বিদ্যুৎ উৎপাদন করছে তাদেরকে ঋণ দিতে আগ্রহী। ধারনা করা হচ্ছে ব্যাংকের এই নয়া নীতির কারণে সবচেয়ে বেশি উন্নয়ন তরান্বিত হবে মিশর মরক্কো ও নরওয়েতে।

উন্নত ও উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোতে বিলিয়ন বিলিয়ন ডলার প্রবাহিত হচ্ছে মূলত নবায়নযোগ্য শক্তির ব্যবসার কারণে। এসব ঘটনা এটা নির্দেশ করে যে, শিল্পকারখানার উৎপাদন নীতিও পরিবর্তিত হচ্ছে। উঠতি অর্থনীতির দেশগুলো শক্তির উৎস হিসেবে নবায়নযোগ্য শক্তিকে গ্রহণ করছে। এসব দেশে আগে শক্তির উৎস ছিল জীবাস্ম জ্বালানী। এতে পরিবেশের দূষণ ঘটে মারাত্মকভাবে। কিন্তু কীভাবে দূষণ কমাতে হয় সে ব্যাপারে পথিকৃতের মর্যাদা লাভ করেছে দিল্লি ও বেইজিং। এ ব্যাপারে দেশ দুটির সরকার অভিনব কিছু প্রকল্প হাতে নিয়েছে।

সে যাইহোক, নবায়নযোগ্য বিদ্যুৎ ব্যবসা আরেকটি কারণে সম্প্রসারিত হবে। সেটি হচ্ছে, উন্নয়নশীল দেশে সহজলভ্য পাওয়ার গ্রিডগুলো গ্রামাঞ্চল থেকে অনেক দূরে। ফলে গ্রামের বিদ্যুৎ চাহিদা পূরণ করা সেসব দেশে সহজ নয়। এসবক্ষেত্রে নবায়নযোগ্য শক্তি খুব কার্যকরী।

বিগত দশ বছর জীবাস্ম জ্বালানীর উপর ভর করে এগিয়ে গেছে বিশ্ব অর্থনীতি। কিন্তু এখন সেই ব্যবস্থা ভেঙে পড়েছে। কারণ মহামারী আকারে ছড়িয়ে পড়েছে নবায়নযোগ্য শক্তি। অতএব আগামী দশ বছর আপনার, হে নবায়নযোগ্য বিদ্যুৎ ব্যবসায়ী!

cfNQtU1Tলেখক : সাংবাদিক, ব্লুমবার্গ বিজনেজ।

অনুবাদ : মারুফ ইসলাম

সূত্র : ব্লুমবার্গ বিজনেস।favicon59

Sharing is caring!

Leave a Comment