চীনের পাঁচ তারকা হোটেলে ইন্টার্নশিপের সুযোগ
- ক্যাম্পাস ডেস্ক
চীনের আন্তর্জাতিক মানের পাঁচ তারকা হোটেলে ও রিসোর্টগুলোতে ইন্টার্নশিপের সুযোগ পাচ্ছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা। চীনের হেইনান কলেজ অব ভ্যাকেশনের সহায়তায় এ ইন্টার্নশিপ প্রোগ্রাম পরিচালিত হবে। এ সংক্রান্ত এক সেমিনার আজ বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। সেমিনার পরিচালনা করেন ফোনিক্স কনসালটেন্সির প্রধান নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বি রুমন এবং ফোনিক্স কনসালটেন্সির প্রোপাইটর বিজয়া আনন্দ। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক ড. মো. ফখরে হোসেন, ক্যারিয়ার ডেভলপমেন্ট সেন্টারের পরিচালক আবু তাহের খান, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক মাহবুব পারভেজসহ বিভাগের অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম বলেন, উচ্চশিক্ষার আন্তর্জাতিক মান ও গুণগত বৈশিষ্ট্য নিশ্চিত করার লক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সর্বদা প্রতিশ্রæতিবদ্ধ এবং সেই কারণে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তার শিক্ষার্থীদের জন্য সেরা শিক্ষকদের মাধ্যমে পাঠদানের পাশাপাশি বিভিন্ন দক্ষতা উন্নয়নবিষয়ক প্রোগ্রাম ও ইন্টার্নশিপের ব্যবস্থা করে থাকে। তিনি বলেন, আজকের সেমিনারের মাধ্যমে শিক্ষার্থীরা চীনের বিশ্বখ্যাত হোটেলগুলোতে ইন্টার্নশিপের ব্যাপারে জানতে পরবে এবং এই ইন্টার্নশিপের মাধ্যমে বিশেষভাবে উপকৃত হবে।
উল্লেখ্য, শিক্ষার্থীরা এক বছরের জন্য ইন্টার্নশিপের আওতায় চীনের আন্তর্জাতিক মানের পাঁচ তারকা হোটেলে ও রিসোর্টগুলোতে ইন্টার্নশিপের সুযোগ পাবেন। এছাড়া হেইনান কলেজ অব ভ্যাকেশন শিক্ষার্থীদেও জন্য এক বছরের জন্য চীনা ভাষা শিক্ষা কোর্স পরিচালনা করবে।