শাবির সাবেক শিক্ষার্থীর অনন্য অর্জন
- ক্যাম্পাস ডেস্ক
কুইন্সল্যান্ড হেলথ এন্ড মেডিকেল রিসার্চ এওয়ার্ড পেলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) সাবেক শিক্ষার্থী আবু আলি ইবনে সিনা। তিনি শাবির রসায়ন বিভাগের ১৯৯৮-৯৯ সেশনের (নবম ব্যাচ) শিক্ষার্থী ছিলেন।
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড গভর্নমেন্ট এবং অস্ট্রেলিয়ান সোসাইটি অব মেডিকেল রিসার্চ-এর পক্ষ থেকে তরুণ গবেষক ক্যাটাগরিতে এই এওয়ার্ড পান ড. সিনা। তিনি বর্তমানে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ইউনিভার্সিটিতে রিসার্চ ফেলো হিসেবে কর্মরত আছেন।
পুরস্কারপ্রাপ্তির ব্যাপারে ড. সিনা বলেন, প্রতিবছর অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যে যারা হেলথ এবং মেডিকেল বিষয়ে গবেষণা করে ও সেই সেক্টরে বিশেষ অবদান রাখে তাদের মধ্যে একজনকে এটা দেয়া হয়। এটা কুইন্সল্যান্ডের হেলথ এবং মেডিক্যাল বিষয়ক গবেষকদের জন্য একটি সম্মানজনক পুরস্কার।
ড. সিনা আরও বলেন, ভালো গবেষণার স্বীকৃতি পেয়েছি, তাই ভালো লাগছে। একজন বাংলাদেশি হিসেবে এই পুরস্কার পেয়ে গর্ব বোধ করছি। আশা করি, বাংলাদেশের তরুণ প্রজন্ম এর মাধ্যমে বিজ্ঞান গবেষণায় আরও অনুপ্রাণিত হবে।
সূত্র: বাংলাদেশ প্রতিদিন