বিশ্বের কয়েকটি জনপ্রিয় বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি

বিশ্বের কয়েকটি জনপ্রিয় বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি

  • ক্যাম্পাস ডেস্ক

বিশ্বের জনপ্রিয় বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করার ইচ্ছা সবারই থাকে। কিন্তু অর্থনৈতিক সক্ষমতা না থাকায় অনেকে সেগুলোতে পড়াশোনা করতে পারেন না। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায়, বিশ্ববিদ্যালয়গুলো সম্পর্কে সঠিক তথ্য না জানার কারণে ভর্তি জটিলতায় পড়েন। নিচে বিশ্বের কয়েকটি জনপ্রিয় বিশ্ববিদ্যালয়ের পরিচয় ও তাদের টিউশন ফি সম্পর্কে ধারণা দেয়া হলো


ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি : ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ক্যাম্ব্রিজে অবস্থিত একটি বেসরকারি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এটি সাধারণত এমআইটি হিসেবে পরিচিত। পুরো বিশ্বে বিশ্ববিদ্যালয়টি খুবই জনপ্রিয়। এমআইটির ছাত্র ও শিক্ষক সম্মিলিতভাবে ৭৮টি নোবেল পুরস্কার এবং ৫০টি ন্যাশনাল মেডেল অব সায়েন্স অর্জন করেছেন। বিশ্ববিদ্যালয়টি তাদের ছাত্র ও শিক্ষকদের জন্য হাজারও সুযোগ-সুবিধা রেখেছে। এমআইটির লাইব্রেরিগুলোতে ২৯ লাখ নিজস্ব বই আছে। তাছাড়া আছে ৪৯ হাজার ছাপানো বা ইলেকট্রনিক জার্নাল কপি, ৬৭০টি রেফারেন্স ডাটাবেজ। একাডেমিক কর্মকর্তা ১ হাজার ১৮ জন। স্নাতক শিক্ষার্থী ৪ হাজার ৩৮৪ ও স্নাতকোত্তর ৬ হাজার ৫১০ জন। বিশ্ববিদ্যায়লটিতে পড়াশোনা করার জন্য খরচ হবে ৪৬ হাজার ৭০৪ মার্কিন ডলার। বাংলাদেশী মুদ্রায় যা প্রায় ৩৭ লাখ ৩৬ হাজার টাকা। ভর্তিসংক্রান্ত সব তথ্য জানা যাবে http://www.mit.edu/ ঠিকানায়।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয় : হার্ভার্ড বিশ্ববিদ্যালয় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় এবং আইভি লীগের সদস্য। এটি ম্যাসাচুসেটসের বোস্টনে অবস্থিত। ১৬৩৬ সালে এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। বিশ্বের জনপ্রিয় সব ব্যক্তিত্ব এ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। যেমন বারাক ওবামা, বিল গেটসসহ অনেক নোবেল বিজয়ী এ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। বিশ্ববিদ্যালয়টিতে টিউশন ফি হলো ৪৫ হাজার ২৭৮ মার্কিন ডলার। বাংলাদেশী মুদ্রায় যা প্রায় ৩৬ লাখ ২২ হাজার টাকা। ভর্তিসংক্রান্ত সব তথ্য জানা যাবে http://www.harvard.edu/ ঠিকানায়।

ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয় : ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয় ইংল্যান্ডের ক্যাম্ব্রিজ শহরে অবস্থিত। এটি ইংরেজিভাষী বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম বিশ্ববিদ্যালয় (অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরে) এবং বিশ্বের সবচেয়ে জনপ্রিয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি। বিশ্ববিদ্যালয়টির টিউশন ফি ২৯ হাজার ৯২৭ মার্কিন ডলার। বাংলাদেশী মুদ্রায় যা প্রায় ২৩ লাখ ৯৪ হাজার টাকা। ভর্তিসংক্রান্ত সব তথ্য জানা যাবে http://www.cam.ac.uk ঠিকানায়।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় : অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ইংল্যান্ডের অক্সফোর্ড শহরে অবস্থিত। ইংরেজি ভাষাভাষী জগতের সবচেয়ে পুরনো বিশ্ববিদ্যালয় এটি।  অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অনেক বিখ্যাত ব্যক্তিত্ব পড়াশোনা করেছেন। এ পর্যন্ত কমপক্ষে চারজন ইংরেজ রাজা, আটজন বিদেশি রাজা, ৪৭ জন নোবেল পুরস্কার বিজয়ী, ২৫ জন ব্রিটিশ প্রধানমন্ত্রী, ২৮ জন বিদেশি প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী, সাতজন সেইন্ট বা সাধু, ১৮ জন কার্ডিনাল ও একজন পোপ এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয়টির টিউশন ফি ২৭ হাজার ৭৯৩ মার্কিন ডলার। বাংলাদেশী মুদ্রায় যা প্রায় ২২ লাখ ২৩ হাজার টাকা। ভর্তিসংক্রান্ত সব তথ্য জানা যাবে http://www.ox.ac.uk ঠিকানায়।

সুইস ফেডারেল ইনস্টিটিউট অব টেকনোলজি, সুইজারল্যান্ড : সুইস ফেডারেল ইনস্টিটিউট অব টেকনোলজি ইউরোপের খুব জনপ্রিয় বিশ্ববিদ্যালয়। বিশ্বের হাজার হাজার ছাত্র প্রতি বছর বিশ্ববিদ্যালয়টিতে পড়াশোনা করতে যান। বিজ্ঞান বিষয়ে গবেষণার জন্য সারা বিশ্বে খুব জনপ্রিয়। বিশ্বের অনেক বিখ্যাত ব্যক্তিত্ব এ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। বিশ্ববিদ্যালয়টির টিউশন ফি ১ হাজার ৩২০ মার্কিন ডলার। বাংলাদেশী মুদ্রায় যা প্রায় ১ লাখ ৫ হাজার ৬০০ টাকা। ভর্তিসংক্রান্ত সব তথ্য জানা যাবে http://www.eawag.ch/ ঠিকানায়।

টরন্টো বিশ্ববিদ্যালয়, কানাডা : টরন্টো বিশ্ববিদ্যালয় কানাডার অন্টারিও প্রদেশের প্রাদেশিক রাজধানী টরন্টোতে অবস্থিত একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। সারা বিশ্বে বিশ্ববিদ্যালয়টি খুবই জনপ্রিয়। বহু বিখ্যাত ব্যক্তি বিশ্ববিদ্যালয়টিতে পড়াশোনা করেছেন। বিশ্ববিদ্যালয়টিতে একাডেমিক কর্মকর্তা ২ হাজার ৫৫১; প্রশাসনিক কর্মকর্তা ৪ হাজার ৭৯৫; স্নাতক শিক্ষার্থী ৩৩ হাজার ৩৭১ এবং স্নাতকোত্তর শিক্ষার্থী ১১ হাজার ৬৩৮ জন। এটির টিউশন ফি ৩১ হাজার মার্কিন ডলার। বাংলাদেশী মুদ্রায় যা প্রায় ২৪ লাখ ৮০ হাজার টাকা। ভর্তিসংক্রান্ত সব তথ্য জানা যাবে https://www.utoronto.ca  ঠিকানায়।

রয়েল ইনস্টিটিউট অব টেকনোলজি, সুইডেন : সুইডেনের রয়েল ইনস্টিটিউট অব টেকনোলজি খুবই জনপ্রিয় একটি বিশ্ববিদ্যালয়। ১৮২৭ সালে সুইডেনের প্রথম কারিগরি বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে এটি। সারা বছর বিজ্ঞান বিষয়ে গবেষণার জন্য জনপ্রিয় এ বিশ্ববিদ্যালয়টি। বিদেশি ছাত্রদের বিশেষ সুবিধা দেয়ার কারণে অনেক বিদেশি ছাত্র বিশ্ববিদ্যালয়টিতে আগমন করেন। কোনো কোনো ক্ষেত্রে সম্পূর্ণ ফ্রি স্কলারশিপ প্রদান করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যারা স্কলারশিপ পান না, তারা টিউশন ফি দিয়ে পড়াশোনা করতে পারেন। টিউশন ফি ২৩ হাজার মার্কিন ডলার। বাংলাদেশী মুদ্রায় যা প্রায় ১৮ লাখ ৪০ হাজার টাকা। ভর্তিসংক্রান্ত সব তথ্য জানা যাবে http://www.kth.se/en  ঠিকানায়।

লোমোনসভ মস্কো স্টেট ইউনিভার্সিটি, রাশিয়া : লোমোনসভ স্টেট বিশ্ববিদ্যালয় রাশিয়ার সবচেয়ে জনপ্রিয় বিশ্ববিদ্যালয়। শুধু রাশিয়ায় নয়, সারা বিশ্ব থেকে হাজারও শিক্ষার্থী পড়াশোনা করতে আসেন এখানে। আর বিশ্ববিদ্যালয়টির টিউশন ফিও খুব একটা বেশি নয়। তবে রাশিয়ান ভাষা জানা শিক্ষার্থী ছাড়া সেখানে কাউকে ভর্তি নেয়া হয় না। তাই রাশিয়ান ভাষা শিখে খুবই সহজেই বিশ্বমানের শিক্ষার্জন করতে পারেন। বিশ্ববিদ্যালয়টির টিউশন ফি ৫ হাজার মার্কিন ডলার। বাংলাদেশী মুদ্রায় যা প্রায় ৪ লাখ টাকা। ভর্তিসংক্রান্ত সব তথ্য জানা যাবে http://www.msu.ru/ ঠিকানায়

অস্ট্রেলিয়ার জাতীয় বিশ্ববিদ্যালয় : অস্ট্রেলিয়ার জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯৪৬ সালে। ছাত্রদের জন্য অনেক সুযোগ-সুবিধার জন্য খুবই জনপ্রিয় বিশ্ববিদ্যালয়টি। অস্ট্রেলিয়ার পছন্দের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এটি প্রথম সারিতে আছে। বিশ্ববিদ্যালয়টির টিউশন ফি ২৭ হাজার মার্কিন ডলার। বাংলাদেশী মুদ্রায় যা প্রায় ২১ লাখ ৬০ হাজার টাকা। ভর্তিসংক্রান্ত সব তথ্য জানা যাবে  http://www.anu.edu.au/  ঠিকানায়।

মিউনিখ বিশ্ববিদ্যালয়, জার্মানি : মিউনিখ জার্মানির একটি প্রাচীন বিশ্ববিদ্যালয়। এটি প্রতিষ্ঠিত হয়েছিল ১৪৭২ সালে। প্রতিষ্ঠার সময় পুরো ইউরোপে বিশ্ববিদ্যালয়টি খুবই জনপ্রিয় হয়েছিল। তারপর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে কিছু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে ধীরে ধীরে এ বিশ্ববিদ্যালয়টির কদর কমতে থাকে। তবে বিশ্বের জনপ্রিয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একে অন্যতম হিসেবে ভাবা হয়। বিশ্ববিদ্যালয়টির টিউশন ফি ১২৪ মার্কিন ডলার। বাংলাদেশী মুদ্রায় যা প্রায় ৯ হাজার ৯২০ টাকা। ভর্তিসংক্রান্ত সব তথ্য জানা যাবে https://www.en.uni-muenchen.de/index.html ঠিকানায়।

বার্সেলোনা বিশ্ববিদ্যালয়, স্পেন : বার্সেলোনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল ১৪৫০ সালে। সারা বিশ্ব থেকে প্রতি বছর হাজারও শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়টিতে আগমন করেন। আধুনিক প্রযুক্তি সম্পন্ন হওয়া বিশ্ববিদ্যালয়টির কদর দিন দিন বেড়ে চলেছে। বিশ্ববিদ্যালয়টির টিউশন ফি ১ হাজার মার্কিন ডলার। বাংলাদেশী মুদ্রায় যা প্রায় ৮০ হাজার টাকা। ভর্তিসংক্রান্ত সব তথ্য জানা যাবে http://www.ub.edu/web/ub/en/index.html ঠিকানায়।

ইউনিভার্সিটি অব কোপেনহেগেন, ডেনমার্ক : ডেনমার্কের কোপেনহেগেন বিশ্ববিদ্যালয় সারা বিশ্বের জনপ্রিয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম। বিশ্ববিদ্যালয়টি বিদেশি শিক্ষার্থীদের জন্য ফুল ফ্রি স্কলারশিপের ব্যবস্থা রাখে। কিছু শর্ত পূরণ করতে পারলে বিনা খরচে সেখানে পড়তে পারবে বিদেশি শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়টির টিউশন ফি ১ হাজার ৬২০ মার্কিন ডলার। বাংলাদেশী মুদ্রায় যা প্রায় ১ লাখ ২৯ হাজার টাকা। ভর্তি সংক্রান্ত সব তথ্য জানা যাবে http://www.ku.dk/english ঠিকানায়।

সিংহুয়া বিশ্ববিদ্যালয়, চীন : চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয় খুব জনপ্রিয় বিশ্ববিদ্যালয়। এটি বিজ্ঞান ও গবেষণার জন্য চীনে এর আলাদা কদর আছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিদেশি শিক্ষার্থীদের জন্যও ফুল ফ্রি স্কলারশিপের ব্যবস্থা রেখেছে। তাছাড়া নিজের খরচ বহন করেও পড়তে পারবে এটিতে। বিশ্ববিদ্যালয়টির টিউশন ফি মাত্র ৪ হাজার ৬৯৫ মার্কিন ডলার। বাংলাদেশী মুদ্রায় যা প্রায় ৩ লাখ ৭৫ হাজার টাকা। ভর্তিসংক্রান্ত সব তথ্য জানা যাবে http://www.tsinghua.edu.cn/publish/newthu/index.html ঠিকানায়।favicon59-4

Sharing is caring!

Leave a Comment