বিশ্ব চিন্তাবিদের তালিকায় শেখ হাসিনা
নিউজ ডেস্ক: বিশ্বের ১০০ চিন্তাবিদের তালিকায় রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি ওয়াশিংটনভিত্তিক ম্যাগাজিন ‘ফরেন পলিসি’ এ তালিকা প্রকাশ করেছে্।
আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক বিবৃতিতে বলা হয়, প্রতিবছর বিশ্বের নেতৃস্থানীয় ১০০ চিন্তাবিদের তালিকা প্রকাশ করে মর্যাদাপূর্ণ ম্যাগাজিন ‘ফরেন পলিসি’। এ তালিকার ‘ডিসিশন মেকারস’ ক্যাটাগরিতে শেখ হাসিনাসহ বিশ্বের আরো ১৩ চিন্তাবিদের নাম রয়েছে।
‘ফরেন পলিসি’ শেখ হাসিনাকে জলবায়ু পরিবর্তনের ইস্যু মোকাবেলায় অসামান্য অবদানের জন্য ‘নেতৃস্থানীয় আন্তর্জাতিক চিন্তাবিদ’ উপাধি দিয়েছে বলেও জানানো হয় বিবৃতিতে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও এই ক্যাটাগরিতে আছেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মার্কেল, রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মরিশাসের প্রেসিডেন্ট আমিনাহ গারিবের নাম রয়েছে।
প্রতিবছর বার্ষিক সংখ্যায় বিশ্বের সেরা ১০০ চিন্তাবিদের নাম প্রকাশ করে ‘ফরেন পলিসি’। ২০০৯ সাল থেকে এ তালিকা প্রকাশ করে আসছে ম্যাগাজিনটি।