লক্ষাধিক স্বেচ্ছাসেবী নিয়ে পরিষ্কার অভিযানে ‘পরিবর্তন চাই’
সজীব হোসাইন : ২০১৩ সালের ২৫ ডিসেম্বর। স্বপ্নবাজ ও সাহসী কয়েকজন তরুণ মিলে গড়ে তোলেন ‘পরিবর্তন চাই’ নামে একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন। সেই সংগঠনটি এখন স্বপ্ন দেখাচ্ছে সারা বাংলাদেশকে। এ স্বপ্ন দেশকে পরিষ্কার করার স্বপ্ন, যারা কিনা ক্যালেন্ডারে একটা দিনকে দেখতে চায় ‘দেশটাকে পরিষ্কার করি দিবস’ দিবস হিসেবে।
‘পরিবর্তন চাই’ এর উদ্যোগে প্রথম বারের মতো ‘দেশটাকে পরিষ্কার করি দিবস’ উদযাপন করা হয় গত ৩১ ডিসেম্বর ২০১৪ (যা অনিবার্য কারণে পালন করা হয় ৩ জানুয়ারী ২০১৫)। সারাদেশের ৪৩ টি জেলার বিশ হাজারের বেশি স্বেচ্ছাসেবক অংশ গ্রহণ করেন। তারা সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত তাদের বাসা বা অফিসের সামনের উন্মুক্ত স্থান বা স্থানীয় কোন গুরুত্বপূর্ণ জায়গায় জড়ো হয়ে পরিচ্ছন্নতা এবং সচেতনতা তৈরির অভিযান চালান।
এছাড়া প্রতিষ্ঠিত হওয়ার পর পরই নানা ধরনের কর্মসূচি সফল করেছে সংগঠনটি। এর মধ্যে বেদখল হয়ে যাওয়া ধানমন্ডির খেলার মাঠ পুনরুদ্ধার, ফেলে রাখা অব্যবহৃত পতাকা দিয়ে শীতার্তদের জন্য বস্ত্র তৈরির আন্দোলন ‘তোমার পতাকা আমার শীতের কাঁথা’ এবং সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে আন্দোলন অন্যতম।
স্বপ্নবাজ সেই তরুণদের স্বপ্ন আজ লাক্ষ তরুণের মাঝে ছড়িয়ে পড়ছে। আজ (৬ ফেরুয়ারি) সংগঠনটি পরিষ্কার অভিযান পরিচালনা করতে যাচ্ছে সারাদেশের ৬৪টি জেলায় এক বা একাধিক স্থানে। আর এ অভিযানে অন্তত এক লক্ষ স্বেচ্ছাসেবক একযোগে কাজ করবেন বলে আশা করছেন সংগঠনটির কর্তারা।
সংগঠনটির চেয়ারম্যান ফিদা হক বলেন, আজকের অভিযানটি আরো বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা হাতে নিয়েছি। এই অভিযানের অংশ হিসেবে সারা দেশে নতুন ১ হাজার ডাস্টবিন বসানো হবে।
ফিদা আরও বলেন, এখন থেকে প্রতি বছর ফেব্রুয়ারির প্রথম শনিবার ‘দেশটাকে পরিষ্কার করি দিবস’টি পালন করা হবে। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৬৪টি জেলায় এই অভিযান পরিচালিত হবে।
উল্লেখ্য, আয়োজক কমিটির প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করবেন অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ। ‘দেশটাকে পরিষ্কার করি’ দিবস ২০১৬-এর আয়োজনে পৃষ্ঠপোষকতা করবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, অ্যাকশন এইড বাংলাদেশ এবং সূর্যমুখী লিমিটেড।