হাইটেক পার্কে এক লাখ কর্মসংস্থান হবে
প্রমিনেন্ট প্রতিবেদক : বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের বোর্ড অব গভর্নরসের সভায় আগামী ২০২১ সাল নাগাদ এক লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আজ (৯ মার্চ) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় দেশের তথ্যপ্রযুক্তির বর্তমান চিত্র এবং ভবিষ্যৎ পরিকল্পনাও তুলে ধরা হয়। বিশেষ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগ অবহিত করা হয় প্রধানমন্ত্রীকে।
সভায় ডকুমেন্টরি ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে হাইটেক পার্কের কার্যক্রম উপস্থাপন করা হয়। গাজীপুরের কালিয়াকৈরের হাইটেক পার্কে ২০২১ সালের মধ্যে এক লাখ মানুষের কর্মসংস্থান এবং পাঁচ বিলিয়ন ডলার রপ্তানি আয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সভায় প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ছাড়াও মন্ত্রিপরিষদের সদস্য, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আইসিটি খাতের বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।