৩১ প্রবাসী পাচ্ছেন রেমিটেন্স এ্যাওয়ার্ড
- নিউজ ডেস্ক
বাংলাদেশ ব্যাংক রেমিটেন্স এ্যাওয়ার্ড-২০১৫ প্রদানের জন্য ৩১ প্রবাসী বাংলাদেশী এবং ৪ অনাবাসী বাংলাদেশী মালিকানাধীন এক্সচেঞ্জ হাউজকে চূড়ান্ত করা হয়েছে। আগামী ১৮ অক্টোবর এক অনুষ্ঠানের মাধ্যমে এসব প্রবাসী ও এক্সচেঞ্জ হাউজ কর্তৃপক্ষকে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও গবর্নরের সই করা সনদ তুলে দেয়া হবে। ওই অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে বিকেল সাড়ে ৩টায় এ অনুষ্ঠান শুরু হবে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, সাবেক গবর্নর ড. আতিউর রহমানের উদ্যোগে ২০১৪ সালে ‘বাংলাদেশ ব্যাংক রেমিটেন্স এ্যাওয়ার্ড’ প্রচলন করা হয়। যার আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেয়া হয় ২০১৪ সালের ৮ জুন। মূলত প্রবাসীদের অবদানের স্বীকৃতি, ব্যাংকিং চ্যানেলে বৈদেশিক মুদ্রা পাঠানোয় উৎসাহিত করা এবং বৈদেশিক মুদ্রার বন্ডে বিনিয়োগ উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ উদ্যোগ নেন আতিউর রহমান। এর ধারাবাহিকতায় ২০১৫ সালে দেশে দেশে শীর্ষ রেমিটেন্স পাঠানো প্রবাসীদের পুরস্কার দেয়ার উদ্যোগ নেয়া হয়। সাবেক গবর্নর ড. আতিউর রহমানের অনুমোদনে এ প্রক্রিয়া শুরু হয় গত বছরের ৩১ ডিসেম্বর।
এরপর বাংলাদেশ ব্যাংক রেমিটেন্স এ্যাওয়ার্ড-২০১৫ দেয়ার জন্য ডেপুটি গবর্নর এস কে সুর চৌধুরীর সভাপতিত্বে ‘যোগ্য ব্যক্তি ও প্রতিষ্ঠান নির্বাচন কমিটি’ শীর্ষক কমিটি গঠন করা হয়। ওই কমিটির সুপারিশে ৩১ প্রবাসীকে এ্যাওয়ার্ড’র জন্য মনোনীত করা হয়েছে। এদের মধ্যে দক্ষ ক্যাটাগরিতে ২০, অদক্ষ ক্যাটাগরিতে ৬ এবং বন্ড ইনভেস্টর হিসেবে ৫ জন রয়েছেন। এছাড়া ৪ অনাবাসী বাংলাদেশী মালিকানাধীন এক্সচেঞ্জ হাউজকে চূড়ান্ত করা হয়েছে।