গ্রামীণফোনের নয়া সিইও ফারবার্গ

গ্রামীণফোনের নয়া সিইও ফারবার্গ

  • নিউজ ডেস্ক 

গ্রামীণফোনের বোর্ড অব ডিরেক্টর পেটার-বি ফারবার্গকে (৪৯) কোম্পানির অন্তর্বর্তী প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ দিয়েছে, যা আগামী ১ নবেম্বর থেকে কার্যকর হবে। একই সঙ্গে ফারবার্গ টেলিনর গ্রুপের এক্সিকিউটিভ ম্যানেজমেন্ট টিমের সদস্য হিসেবেও কাজ করবেন। বর্তমানে তিনি ব্যাংকক ভিত্তিক টেলিনর ডিজিটাল বিজনেসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত। এর আগে তিনি তিন বছর টেলিনর মিয়ানমারে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করেন। ১৯৯৮ সালে টেলিনরে যোগ দেয়ার পর থেকে তিনি ডিট্যাকের চিফ ফিনান্সিয়াল অফিসার ও চিফ মার্কেটিং অফিসার এবং টেলিনর গ্রুপের হেড অব ফিন্যান্সিয়াল সার্ভিসসহ বিভিন্ন উচ্চ পদে কাজ করেন। ফারবার্গ গ্রামীণফোনের বর্তমান সিইও রাজীব শেঠির স্থলাভিষিক্ত হবেন। শেঠি ২০১৪’র নবেম্বর থেকে গ্রামীণফোনে কর্মরত ছিলেন এবং তিনি অন্যত্র কাজ করবেন। ফারবার্গ নরওয়েজিয়ান স্কুল অব ইকোনমিক্স থেকে অর্থনীতি ও ব্যবসা প্রশাসনে ডিগ্রী অর্জন করেছেন এবং একজন সনদপ্রাপ্ত ইউরোপিয়ান ফিন্যান্সিয়াল এ্যানালিস্ট (এএফএ/সিইএফএ)। গ্রামীণফোনের বোর্ড অব ডিরেক্টরস এখন সিইও পদে স্থায়ী নিয়োগ দেয়ার প্রক্রিয়া শুরু করবে।

favicon59-4

Sharing is caring!

Leave a Comment