টেলিনরের আঞ্চলিক স্টার্টআপ সম্মেলন ১ ও ২ নভেম্বর
- নিউজ ডেস্ক
আগামী ১ ও ২ নভেম্বর প্রথমবারের মতো আঞ্চলিক স্টার্টআপ সম্মেলন ‘ডিজিটাল উইনারস এশিয়া’র উদ্বোধন করবে টেলিনর গ্রুপ। আঞ্চলিকভাবে সম্ভাবনাময় নয়টি স্টার্টআপের সৃজনশীলতা, উদ্যম ও দক্ষতা দিয়ে বাজার সম্প্রসারণের লক্ষ্যার্জনে সহায়তা করতে সম্মেলনটি আয়োজিত হয়েছে। এ সম্মেলন টেলিনর গ্রুপের ব্যবসায়িক কার্যক্রম রয়েছে এশিয়ার এমন পাঁচটি দেশ বাংলাদেশ, মিয়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া ও পাকিস্তানের সম্ভাবনাময় শীর্ষ স্টার্টআপগুলোকে একমঞ্চে নিয়ে এসেছে। সম্মেলনটি প্রযুক্তি ক্ষেত্রে এশিয়ার নতুন সম্ভাবনা মিয়ানমারের ইয়াঙ্গুন শহরে অনুষ্ঠিত হবে।
সীমানার বাইরে সম্প্রসারণে স্টার্টআপগুলোর দক্ষতা ও আর্থিক অনুদানের সম্ভাবনা : নতুন বাজার সম্প্রসারণে সীমানার গণ্ডি পেরিয়ে যাওয়ার প্রতিপাদ্য নিয়ে ইয়াঙ্গুনে দু’দিনের সম্মেলনে এশিয়ার নয়টি স্টার্টআপ ও শীর্ষস্থানীয় বক্তারা একসঙ্গে হবেন। সঠিক দক্ষতা, জ্ঞান এবং প্রয়োজনীয় অন্যান্য বিষয়ের নিয়মিত অনুশীলনের মাধ্যমে ডিজিটাল ব্যবসার সুযোগ কাজে লাগিয়ে বাজার সম্প্রসারণে কাজ করবে এ সম্মেলন। সম্মেলনটিতে অংশগ্রহণকারী স্টার্টআপ এবং শীর্ষস্থানীয় বিনিয়োগকারী প্রতিষ্ঠান থেকে আলোচকরা বিভিন্ন ধরনের আলোচনায় অংশ নেবেন। সম্মেলনের শেষ দিনে অংশগ্রহণকারী স্টার্টআপগুলো ব্যবসা শুরুর প্রাথমিক আর্থিক অনুদান হিসেবে ১ লাখ নরওয়েজিয়ান ক্রোনার জিতে নিতে নিজেদের ধারণা উপস্থাপন করবে। নির্বাচিত স্টার্টআপগুলো : ডিজিটাল উইনারস এশিয়া সম্মেলনে অংশগ্রহণকারী নয়টি দল টেলিনরের সাম্প্রতিক ও আগের পাঁচটি স্টার্টআপ প্রতিযোগিতা এবং এ্যাকসেলেরেটর কার্যক্রমের মাধ্যমে বাছাই হয়েছে।