পুঁজিবাজারে ব্রোকারেজ হাউসের বিনিয়োগ ২৬২০ কোটি টাকা
- নিউজ ডেস্ক
স্টক ব্রোকারেজ হাউসগুলোর ডিলার হিসাব থেকে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডে ২ হাজার ৬২০ কোটি টাকা বিনিয়োগ রয়েছে। আর এ বিনিয়োগের ৮২ শতাংশই বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সাবসিডিয়ারির বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সূত্রমতে, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিবন্ধন পাওয়া ২০৪টি ডিলার হিসাব থেকে এ বিনিয়োগ করে থাকে। যাদের ডিলার হিসাব থেকে পুঁজিবাজারে কোন বিনিয়োগ নেই এমন প্রতিষ্ঠানের সংখ্যা নয়টি। এগুলো হলো : ক্রেস্ট সিকিউরিটিজ, কাজী ফিরোজ রশীদ সিকিউরিটিজ, এমডি ফখরুল ইসলাম সিকিউরিটিজ, কান্ট্রি স্টক (বাংলাদেশ) লিমিটেড, মোর্শেদ সিকিউরিটিজ, ডায়নামিক সিকিউরিটিজ কনসালট্যান্ট লিমিটেড, এ্যালায়েন্স সিকিউরিটিজ এ্যান্ড ম্যানেজমেন্ট লিমিটেড, আলহাজ জাহানারা সিকিউরিটিজ, ইনভেস্টমেন্ট প্রমোশন সার্ভিসেস, শাহ মোহাম্মদ সগীর এ্যান্ড কোম্পানি ও মডার্ন ইক্যুইটি লিমিটেড। এর বাইরে ১ লাখ টাকার কম বিনিয়োগ রয়েছে নয়টি ডিলার হিসেবে।
সাধারণত, স্টক এক্সচেঞ্জের সদস্য প্রতিষ্ঠান স্টক ডিলার হিসেবে নিবন্ধন পেয়ে থাকে। এর বাইরে মার্চেন্ট ব্যাংক, পোর্টফোলিও ম্যানেজার, মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি, কাস্টডিয়ান ও সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি স্টক ডিলার হিসেবে নিবন্ধন পেতে পারে। সিকিউরিটিজ আইনে ডিলার হিসেবে ন্যূনতম বিনিয়োগের কোন বাধ্যবাধকতা নেই। অবশ্য ডিলার না হলে বুক বিল্ডিং পদ্ধতিতে আসা কোম্পানির শেয়ারের নিলামে অংশগ্রহণ করা যায় না। গত সেপ্টেম্বরে ডিলার হিসেবে ৬৬৮ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট কেনাবেচা হয়েছে। সেপ্টেম্বর শেষে ডিলার হিসাবের লেনদেন থেকে এ তথ্য পাওয়া গেছে। প্রাপ্ত তথ্যমতে, চলতি বছরের সেপ্টেম্বর শেষে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সাবসিডিয়ারি ব্রোকারেজ হাউসগুলোর ডিলার হিসেবে ২ হাজার ১৬৩ কোটি ৯৭ লাখ টাকা বিনিয়োগ রয়েছে।
এর মধ্যে ৩১১ কোটি টাকার বিনিয়োগ নিয়ে শীর্ষে রয়েছে পূবালী ব্যাংক সিকিউরিটিজ। ডিলার হিসেবে বিনিয়োগের দ্বিতীয় অবস্থানে রয়েছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। প্রতিষ্ঠানটি ডিলার হিসাব থেকে শেয়ারবাজারে ২১৯ কোটি বিনিয়োগ করেছে। শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক সিকিউরিটিজ রয়েছে তৃতীয় অবস্থানে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ডিলার হিসেবে শেয়ারবাজারে ২১৬ কোটি টাকা বিনিয়োগ রয়েছে প্রতিষ্ঠানটির। ডিলার হিসেবে ১৯৫ কোটি টাকার বিনিয়োগ নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড। বেসরকারী প্রতিষ্ঠানগুলো ডিলার হিসেবে উল্লেখযোগ্য বিনিয়োগ করলেও এক্ষেত্রে পিছিয়ে রয়েছে রাষ্ট্রায়ত্ত ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।
ডিলার হিসাবের বিনিয়োগ তথ্য পর্যালোচনায় দেখা যায়, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বাদে ১৫৩টি ব্রোকারেজ হাউসের ডিলার হিসেবে বিনিয়োগ মাত্র ৪৫৬ কোটি ৮৫ লাখ টাকা। এর মধ্যে এ্যাপেক্স ইনভেস্টমেন্ট লিমিটেড বিনিয়োগের শীর্ষে রয়েছে। সেপ্টেম্বর শেষে প্রতিষ্ঠানটির ডিলার হিসেবে শেয়ারবাজারে ৯৬ কোটি ৩৪ লাখ টাকার বিনিয়োগ রয়েছে। একই মাসের শুরুতে প্রতিষ্ঠানটির বিনিয়োগ ছিল ১০৭ কোটি টাকা। ২২ কোটি ৭৪ লাখ টাকার বিনিয়োগ নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভিশন ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। ডিলার হিসেবে তৃতীয় অবস্থানে থাকা টাইমস সিকিউরিটিজের সেপ্টেম্বর শেষে বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ২২ কোটি ৭০ লাখ টাকা।