ডব্লিউএসআইএস পুরস্কার পেল বাংলাদেশ
নিউজ ডেস্ক
চতুর্থবারের মতো ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি (ডব্লিউএসআইএস) পুরস্কার পেয়েছে বাংলাদেশ। জাতিসংঘের তথ্যপ্রযুক্তি-সংক্রান্ত বিশেষায়িত সংস্থা আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) সদর দপ্তর জেনেভায় ১৩ জুন আয়োজিত এক অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হয়। অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচির প্রকল্প পরিচালক এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক কবির বিন আনোয়ার এ পুরস্কার গ্রহণ করেন।
ডব্লিউএসআইএস পুরস্কার ২০১৭-তে এবার চারটি উদ্ভাবনী উদ্যোগের জন্য বাংলাদেশ পুরস্কার পেয়েছে। এটুআইয়ের মাল্টিমিডিয়া টকিং বুক উদ্যোগ চূড়ান্ত পর্যায়ে প্রথম হয়েছে। আর বাকি তিন উদ্যোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিমেডিসিন প্রকল্প, পাবলিক সার্ভিস ইনোভেশনে সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার এবং ই-নথি রানারআপ হয়েছে।