ব্রণ তাড়াবে কলার খোসা

ব্রণ তাড়াবে কলার খোসা

  • ফিচার ডেস্ক

সারা মুখ ভরে গেছে ব্রণে? মুক্তি পেতে হেন ব্যবস্থা নেই যা ব্যবহার করছেন না, তাই তো?এবার কলার খোসা ব্যবহার করে দেখুন। অবাক হওয়ার কিছু নেই। কলার  খোসায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন রয়েছে, যা ত্বকের ব্রণ দূর করতে বেশ কার্যকর।

যেভাবে কলার খোসা ব্যবহার করবেন

প্রথমে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন। এবার পাকা কলার খোসা হাতে নিয়ে ১০ মিনিট পুরো মুখে ম্যাসাজ করুন। এভাবে ১৫ থেকে ২০ মিনিট রেখে দিন, যাতে কলার ভিটামিন ও মিনারেল ত্বকে প্রবেশ করে। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। মাসে দুবার এভাবে কলার খোসা দিয়ে ম্যাসাজ করলে ব্রণ সহজেই দূর হবে।

সতর্কতা

১. কলার খোসা যেন কাঁচা না হয় খেয়াল করুন। কাঁচা হলে মুখে কষ লাগতে পারে, যা ত্বকের জন্য ক্ষতিকর।

২. ম্যাসাজ করার সময় ঘুরিয়ে ঘুরিয়ে হালকাভাবে ম্যাসাজ করুন। আর ভুলেও জোরে ঘষবেন না।

৩. কলার খোসা প্রথমে পানি দিয়ে ধুয়ে নিন। না হলে কলার খোসার জীবাণু মুখে আক্রমণ করতে পারে।

সূত্র : বোল্ডস্কাই।favicon59

Sharing is caring!

Leave a Comment