লিভারের সমস্যা বুঝবেন কী করে

লিভারের সমস্যা বুঝবেন কী করে

  • হেলথ অ্যান্ড লাইফস্টাইল ডেস্ক

শরীরের সব বর্জ্যপদার্থ বের করে শরীরকে সুস্থ রাখাই যকৃৎ বা লিভারের কাজ। লিভার যদি এর স্বাভাবিক কার্যক্ষমতা হারায় তাহলে মৃত্যুঝুঁকি বাড়ে। লিভারের কার্যকারিতা নষ্ট হলে কিছু উপসর্গের মাধ্যমে তা প্রকাশ পায়। যেমন-

১. যদি হঠাৎ করে খাওয়া-দাওয়ার প্রতি অনীহা তৈরি হয়, খাবার খেতে আগ্রহ কমে যায় তাহলে বিষয়টি অবহেলা করা ঠিক নয়। এটি লিভারের সমস্যার লক্ষণ হতে পারে। ঘন ঘন এ সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

২. পাঁজরের একটু নিচে, পেটের ডান দিকে ব্যথা হলে অবহেলা করা ঠিক নয়। লিভারের সমস্যা হলে এটা হতে পারে।

৩. কিছু খেলেই বমি বমি ভাব বা বমি হলে লিভারের সমস্যা হতে পারে।

৪. মল ও মূত্রের রঙ যদি হঠাৎ করে পরিবর্তন হয় তাহলে সাবধান হওয়া উচিত। সাধারণত হজমের সমস্যা হলে এ ধরনের সমস্যা দেখা দেয়।

৫. যদি হঠাৎ করে চোখের সাদা অংশের রঙ, গায়ের চামড়া হলুদ হতে শুরু করেছে, তাহলে বিষয়টিকে অবহেলা করবেন না। সাধারণত জন্ডিস হলে এ সমস্যা দেখা দেয়।

৬. হঠাৎ করে যদি চামড়ার কোনও জায়গায় খুব শুষ্ক হয়ে যায়, খোসা উঠতে থাকে, তাহলে বিষয়টিকে অবহেলা করা ঠিক নয়। এটিও লিভারের সমস্যার কারণে হতে পারে। 

৭. যদি পেটের নিচের অংশ অস্বাভাবিক রকম ফুলে ওঠে এবং দীর্ঘদিন একই অবস্থা থাকে তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

সূত্র : জি নিউজ

Sharing is caring!

Leave a Comment