ইউক্রেনে সোয়াইন ফ্লু আতঙ্ক

ইউক্রেনে সোয়াইন ফ্লু আতঙ্ক

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে ইনফ্লুয়েঞ্জা মহামারী আকার ধারণ করেছে। চলতি শীত মৌসুমে অন্তত ৩১৩জনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। মূলত এইচ১এন১ ফ্লু ভাইরাস বা সোয়াইন ফ্লু-তে আক্রান্ত হয়েই অধিকাংশের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। তবে মৃতদের সঠিক সংখ্যা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

ইউক্রেনের বিস্তার দক্ষিণের ওডেসা অঞ্চল এবং দেশটির রাজধানী নগরী কিয়েভে সোয়াইন ফ্লুতে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে। আর এই তথ্য নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনে আরো জানানো হয়েছে, মৃতদের কেউই আগে প্রতিষেধক নেননি এবং তাদের দুই-তৃতীয়াংশই দেরিতে চিকিৎসা নিয়েছিলেন।

এর আগে গত মাসে ইউক্রেনে ইনফ্লুয়েঞ্জা মহামারীর নিয়ে জরুরি অবস্থা জারি করা হয়েছিল। তখন দেশটির মোট জনগোষ্ঠীর ৯.৬ শতাংশ এতে আক্রান্ত ছিল। favicon594

Sharing is caring!

Leave a Comment