ইতালির আল্পসে তুষারধস, নিহত ছয়

ইতালির আল্পসে তুষারধস, নিহত ছয়

  • আন্তর্জাতিক ডেস্ক

ইতালির আল্পস পর্বতমালায় বরফ ধসের কারণে ছয় ব্যাক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো কয়েকজন আহত ও নিখোঁজ হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। সংবাদ : বিবিসি।

বিবিসির খবরে বলা হয়, ইতালির সাউথ তিরোলের আর্নতালে আল্পস পর্বতমালার মন্টি নেভেসো শৃঙ্ঘের অংশে প্রায় নয় হাজার ৮০০ ফুট উচ্চতায় বরফ ধসের সূত্রপাত ঘটে। জায়গাটি ইতালির বোলজানো শহর থেকে ৭০ কিলোমিটার দূরে অস্ট্রিয়া সীমান্তের কাছে।

ভুক্তভোগীদের উদ্ধারে তিনটি হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে। উদ্ধারকৃতদের অনেককেই বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। উদ্ধারকারী দলের প্রধান রাফায়েল কোস্টনার বলেন, পর্বতমালার বেশি উচ্চতা থেকে ধস নামায় উদ্ধারকাজে জটিলতা সৃষ্টি হয়েছে।favicon59

Sharing is caring!

Leave a Comment