রাস্তা ঝাড়ু দিলেন প্রেসিডেন্ট

রাস্তা ঝাড়ু দিলেন প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক: জন মাগুফুলি। যার আরেক নাম দ্যা বুলডোজার। পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ার নবনির্বাচিত এই প্রেসিডেন্ট তার দেশ থেকে দুর্নীতি দূর করার জন্য প্রতিজ্ঞা করেছেন। সেই সাথে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করার পরেই বেশ কিছু চমকপ্রদ পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

দেশের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান এবারই অনাড়ম্বর করার সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট মাগুফুলি। বাতিল করে দেন সশস্ত্র বাহিনীর কুচকাওয়াজ ও গানের কনসার্ট। এরপর সবাইকে চমকে দিয়ে স্বাধীনতা দিবসের দিনেই ঝাড়ু হাতে প্রেসিডেন্ট প্রাসাদ থেকে তিনি বেরিয়ে পড়েন রাস্তায়! নিজের হাতে পরিস্কার করেন রাস্তার ময়লা! হ্যাঁ, দেশের প্রেসিডেন্টের এ কাজ দেখে এরপর তার সাথে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে যোগ দেয় রাজধানীর হাজার হাজার মানুষ।

মাগুফুলি গত অক্টোবরে প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ করার পর সরকারি ব্যয় সংকোচনের লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন। তিনি সবার উদ্দেশ্যে জানিয়ে দেন অপব্যয় করার মতো অর্থনৈতিক অবস্থা তার দেশের নেই। আর কলেরার প্রাদুর্ভাবে পর্যুদস্ত দেশে অপব্যয় করার কোনো যুক্তিও নেই বলেই মনে করে তিনি। সংবাদ: দি টেলিগ্রাফ। favicon5

Sharing is caring!

Leave a Comment