বাবা হলেন জাকারবার্গ

বাবা হলেন জাকারবার্গ

আন্তর্জাতিক ডেস্ক: ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ কন্যাসন্তানের বাবা হয়েছেন। জাকারবার্গের কন্যাসন্তানের নাম রাখা হয়েছে ম্যাক্স।

প্রায় এক সপ্তাহ আগে জন্ম নিয়েছে ম্যাক্স কিন্তু গত মঙ্গলবার জাকারবার্গের কাছ থেকে তার কন্যার জন্মের আনুষ্ঠানিক ঘোষণা এসেছে বলে জানিয়েছে বিবিসির প্রতিবেদন। কন্যা সন্তানের জন্মের পরে তাকে উৎসর্গ করে জাকারবার্গ তার ফেসবুক পেজে একটি চিঠি লিখেছেন। জাকারবার্গ জানিয়েছেন, জীবদ্দশায় তিনি ও তাঁর স্ত্রী ফেসবুকে থাকা তাঁদের শেয়ারের ৯৯ শতাংশ দাতব্য কাজে দান করবেন।

মেয়ে ম্যাক্সের বেড়ে ওঠার জন্য বিশ্বকে একটা অপেক্ষাকৃত ভালো স্থান হিসেবে গড়ে তুলতে তারা ওই অর্থ দান করতে যাচ্ছেন বলে জানিয়েছেন জাকারবার্গের স্ত্রী চ্যান। ‘চ্যান জাকারবার্গ ইনিশিয়েটিভ’ নামে নতুন একটি দাতব্য সংস্থা গঠন করার কথাও বলেছেন এই দম্পতি। আগামী প্রজন্মের সব শিশুর জন্য সমতা নিশ্চিতে কাজ করা এবং মানুষের সম্ভাবনাকে এগিয়ে নেওয়াই হবে দাতব্য সংস্থাটির মূল লক্ষ্য। তবে প্রথম দিকে তারা ব্যক্তিগত শিক্ষা, রোগব্যাধির চিকিৎসা, মানুষকে সংযুক্ত করা এবং শক্তিশালী কমিউনিটি গড়ে তোলা নিয়ে কাজ করবেন বলে জানান জাকারবার্গ। favicon

Sharing is caring!

Leave a Comment