এক দিনেই ৬০০ কোটি !

এক দিনেই ৬০০ কোটি !

আন্তর্জাতিক ডেস্ক : একদিনেই ৬০০ কোটি ডলার সম্পদ বেড়েছে ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের। এর সঙ্গে সঙ্গে তিনি তেল ব্যবসায়ী চার্লস ও ডেভিড কোচকে ছাড়িয়ে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকায় ৬ নম্বরে স্থান করে নিয়েছেন। সংবাদ : টাইম সাময়িকী।

টাইম জানায়, বছরের প্রথম তিন মাসে জাকারবার্গের আয় ৫২ শতাংশ বেড়েছে। যার মাধ্যমে এর নিট আয় দ্বিগুণ বেড়ে দাঁড়িয়েছে ১৫৬ কোটি ডলার। এই আয়ই কোম্পানিটির শেয়ারমূল্য ১৩ শতাংশ বাড়িয়ে দিয়েছে। আর এই শেয়ারমূল্য বাড়ার কারণেই জাকারবার্গের হাতে একদিনেই বাড়তি ৬০০ কোটি ডলার গেছে। ৩১ বছর বয়সী জাকারবার্গের হাতে থাকা সম্পদের মূল্য ৪ হাজার ৭৫০ কোটি ডলার।

শীর্ষ ধনীর তালিকায় জাকারবার্গের আগে যারা আছেন তারা হলেন: মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস (৭ হাজার ৮০০ কোটি ডলার), জারার প্রতিষ্ঠাতা আমানসিও ওর্তেগা (৬ হাজার ৯৭০ কোটি ডলার), ওরাকল ওমাহার ওয়ারেন বাফেট (৫ হাজার ৯৪০ কোটি ডলার), আমাজনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জেফ ব্যাজস (৫ হাজার ৫৮০ কোটি ডলার) এবং টেলিকম ব্যবসায়ী কার্লোস স্লিম হেলু (৪ হাজার ৭৫০ কোটি ডলার)।favicon59

Sharing is caring!

Leave a Comment