৩ লাখ অভিবাসী নেবে কানাডা
আর্ন্তজাতিক ডেস্ক : চলতি বছর ৩ লাখ অভিবাসী নেয়ার ঘোষণা দিয়েছে কানাডা। দেশটির অভিবাসনমন্ত্রী জন ম্যাককালাম পার্লামেন্টে বার্ষিক প্রতিবেদনে সরকারের এ লক্ষ্যমাত্রা ঘোষণা করেন। সবার জন্য কানাডার দরজা আবারও উন্মুক্ত হচ্ছে বলে তিনি জানান ।
প্রতিবেদনে চলতি বছরে সর্বোচ্চ ৩ লাখ ৫ হাজার অভিবাসী নেয়ার কথা বলা হয়েছে এবং যা গত বছরের তুলনায় ২১ হাজার বেশি। দেশটির অর্থনৈতিক উন্নয়নে অভিবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বলে জানিয়েছে কানাডার গণমাধ্যম- সিবিএনএ।
অভিবাসনমন্ত্রী পার্লামেন্টে আরো বলেন, দেশটিতে যাদের পরিবারের সদস্য রয়েছে, তাদের আবেদন গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। কারো স্বামী বা স্ত্রী কানাডায় আসার পরপরই তাদের নাগরিকত্ব দেয়া হবে। কানাডা চলতি বছর অন্তত ২৫ হাজার সিরীয় শরণার্থী নেয়ার কথাও জানিয়েছে ।