আত্নহত্যা নিয়ে কানাডায় জরুরি অবস্থা ঘোষণা

আত্নহত্যা নিয়ে কানাডায় জরুরি অবস্থা ঘোষণা

  • আর্ন্তজাতিক ডেস্ক

কানাডার আত্নহত্যা নিয়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। দেশটির  উত্তরাঞ্চলে একটি আদিবাসী সম্প্রদায়ের মধ্যে হঠাৎ করেই আত্মহত্যাপ্রবণতা আশংকাজনকভাবে বেড়ে যাওয়ায় এই জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

ওই আদিবাসী সম্প্রদায়ের নাম ‘আটাওয়াপিসকাট ফার্স্ট ন্যাশন’। আটাওয়াপিসকাটরা একসঙ্গে ১১ জন আত্মহত্যার চেষ্টা করে। গণমাধ্যমে এই খবর পকাশ হওয়ার পর পরই ওই অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এর আগে  গত মার্চ মাসে আটাওয়াপিসকাটে ২৮ জন আত্মহননের চেষ্টা করে। এখন পর্যন্ত ওই অঞ্চলের প্রায় ১০০জন আদিবাসী আত্নহত্যার চেষ্টা চালিয়েছে। সংবাদ : বিবিসি।

দারিদ্র্যপীড়িত এই আদিবাসীরা নিজেদের চাহিদা পূরণে ব্যর্থ হয়ে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। যাকে হৃদয়বিদারক ঘটনা বলে অভিহিত করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

জরুরি অবস্থা ঘোষণার পর দুজন বিশেষজ্ঞ চিকিৎসকসহ সেখানে জরুরি মেডিক্যাল টিম পাঠানো হয়েছে।  favicon59

Sharing is caring!

Leave a Comment