উত্তর কোরিয়ার বিরুদ্ধে একসঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র ও চীন

উত্তর কোরিয়ার বিরুদ্ধে একসঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র ও চীন

  • আর্ন্তজাতিক ডেস্ক

আবারো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। তাই উত্তর কোরিয়ার বিরুদ্ধে একসঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র ও চীন। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এ কথা জানিয়েছেন। সংবাদ : বিবিসি।

সম্প্রতি উত্তর কোরিয়া দফায় দফায় ক্ষেপণাস্ত্রেরও পরীক্ষা চালায়। এ নিয়ে কোরীয় উপদ্বীপে  বিরাজ করছে উত্তেজনা। আন্তর্জাতিক অঙ্গনও আছে উৎকণ্ঠাতে। তা ছাড়া পিয়ংইয়ং যুক্তরাষ্ট্রসহ তার প্রতিপক্ষকে ধারাবাহিকভাবে হুমকি দিয়ে আসছে।

গতকাল বৃহস্পতিবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন ওবামা। তাদের এ বৈঠক অনুষ্ঠিত হয় ওয়াশিংটনে পরমাণু নিরাপত্তা-সংক্রান্ত সম্মেলনে। বৈঠকের পর ওবামা বলেন, যুক্তরাষ্ট্র ও চীন পরমাণু অস্ত্রমুক্ত কোরিয়া উপদ্বীপ দেখতে আগ্রহী।

Sharing is caring!

Leave a Comment