পানামা পেপারস : পদত্যাগ করলেন চিলির টিআই প্রধান
- আর্ন্তজাতিক ডেস্ক
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল চিলির প্রধান গনজোলা ডিলভোর পদত্যাগ করেছেন। পানামা পেপারসে তার নাম আসায় তিনি এই পদত্যাগ করেন। সংবাদ : রয়টার্স।
রয়টার্সের সংবাদে আরও জানানো হয়, তার বিরুদ্ধে অফশোরের অন্তত ৫টি কোম্পানির সঙ্গে জড়িত থাকার অভিযোগ করেছে পানাম পেপারসের গোপন নথি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এক টুইটের মাধ্যমে জানায়, ‘ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল চিলির প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগপত্র গনজালো ডিলভো জমা দিয়েছেন এবং তা পরিচালনা পর্ষদ গ্রহণ করেছে।’
তবে তার বিরুদ্ধে কোনো ধরনের অবৈধ কাজের অভিযোগ আনা হয়নি। ডেলাভো টার্নব্রুক মাইনিংয়ের পরিচালক ছিলেন। টার্নব্রুক মাইনিং কানাডার এক্সপ্লোরেশন ও ডেভেলপমেন্ট কোম্পানি লস অ্যান্ডেস কপারের ৫১ দশমিক ৬ শতাংশ শেয়ারের মালিক।
পদত্যাগের ব্যাপারে ডেলাভো কোনো মন্তব্য না করলেও কোনো অবৈধ কাজের সঙ্গে তিনি জড়িত নন বলে দাবি করেন।