ফ্রিজ যখন নৌকা
- আন্তর্জাতিক ডেস্ক
খাবার ও পানি ঠান্ডা রাখার যন্ত্র ফ্রিজকে নৌকা হিসেবে ব্যবহার করতে হযেছে মার্কিন এক পরিবারকে। যুক্তরাষ্ট্রের দ্য ওয়েদার চ্যানেলের এক প্রতিবেদনে দেখা যায়, টেক্সাস অঙ্গরাজ্যের বন্যায় এক পরিবারের লোকজন ফ্রিজকে নৌকা বানিয়ে এক স্থান থেকে আরেক স্থানে যাচ্ছেন। ছবিটি এরই মধ্যে বেশ সাড়া ফেলেছে। অদ্ভুত হলেও ওই ছবিতে বন্যার্ত মানুষের দুর্দশার চিত্রও ফুটে ওঠে।
ওয়েদার চ্যানেলের ছবিতে দেখা যায়, টেক্সাসের উডল্যান্ড অঞ্চলের অ্যাবর কোর্ট এলাকায় দুই কৃষ্ণাঙ্গ নারীকে ফ্রিজের মধ্যে বসিয়ে ভাসিয়ে নিয়ে যাচ্ছেন স্থানীয় কয়েক ব্যক্তি। আকস্মিক বন্যায় নৌকার ঘাটতি এভাবেই পূরণ করেছেন তাঁরা।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, দেশটির টেক্সাসসহ বিভিন্ন অঙ্গরাজ্যে গত সোমবার সকালে আকস্মিক বন্যা দেখা দেয়। তুমুল বৃষ্টিতে বন্যার পানি বেড়েই চলছে। বন্যা উপদ্রুত এলাকার ঘরবাড়ি ও যানবাহন পানিতে তলিয়ে গেছে।