হঠাৎ পদত্যাগ করলেন সেভেন-ইলেভেনের সিইও
- ইউএসএ টুডে
যুক্তরাষ্ট্রের বিভিন্ন দৈনিক পত্রিকার প্রতিবেদন মারফত জানা যাচ্ছে, গতকাল মঙ্গলবার (২৬ এপ্রিল) হঠাৎ করেই নাকি দেশটির শীর্ষ চেইনশপ ‘সেভেন-ইলেভেন’ এর প্রধান নির্বাহী কর্মকর্তা পদত্যাগ করেছেন! একটি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা হঠাৎ করেই কেন পদত্যাগ করবেন? সেটা নিয়েই চলছে কানাঘুষা।
জাপানি প্রতিষ্ঠান সেভেন অ্যান্ড আই হোল্ডিং কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তোশিফুমি সুজুকি, যিনি একসময় সেভেন ইলেভেনের জুতোর ব্যবসার দেখভাল করতেন, এখন সেভেন ইলেভেনের প্রধান নির্বাহী কর্মকর্তা, তিনি জানিয়েছেন, খুব শিগরির তিনি তার পদ থেকে পদত্যাগ করবেন। খবরটি সাংবাদিকদের বিস্ময়ে স্তব্ধ করে দিয়েছে।
ওয়াল স্ট্রিট জার্নাল, রয়টার্স ও ফিন্যানসিয়াল টাইমসের বরাতে জানা যাচ্ছে, সুজুকি সম্ভবত তার উত্তরাধিকারপত্র নিজের ছেলের নামে করতে যাচ্ছেন। সংগতকারণেই তাঁর এমন সিদ্ধান্ত।
৮৩ বছর বয়সী সুজুকি সেভেন ইলেভেনের ব্যবসার পাশাপাশি তাঁর সেভেন অ্যান্ড আই হোল্ডিংসকেও বিশ্বব্যাপী বিস্তৃত করেছেন। বর্তমানে সারাবিশ্বে ৫৮ হাজার দোকান রয়েছে সেভেন অ্যান্ড আই হোল্ডিংসের। গত ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত ৩ দশমিক ৩ বিলিয়ন ডলার আয় করেছে সেভেন অ্যান্ড আই। প্রতি বছর এই আয় ২ দশমিক ৫ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে।
এদিকে ব্লুমবার্গ ভিউজ জানিয়েছে, সুজুকির স্বাস্থ্য এবং প্রতিষ্ঠানের সফলতায় পরিকল্পনা বিষয়ে প্রতিষ্ঠানটির একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা লোয়েব বোর্ড সভায় প্রশ্ন তুললে নাকি উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয়। তখন সুজুকি পদত্যাগপত্র দেন। বলা বাহুল্য, প্রধান নির্বাহীরি এমন আকস্মিক প্রস্থানে বেকায়দার পড়েছে সেভেন ইলেভেন।
সুজুকি বলেছেন, তিনি ঘটনার জন্য ভীষণভাবে লজ্জিত। তবে পদত্যাগের জন্য তিনি পুরোপুরি প্রস্তুত।
সূত্র : ইউএসএ টুডে।
ইংরেজি থেকে অনুবাদ : মারুফ ইসলাম।