নেপাল-ভারত সীমান্ত নিয়ে উদ্বেগ বান কি মুনের
আন্তর্জাতিক ডেস্ক: নেপাল-ভারত সীমান্ত দিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের পরিবহনে বাধা সৃষ্টি করায় আবারও উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। গত মঙ্গলবার এক বিবৃতিতে দ্রুত এই বাধা তুলে নিতে ব্যবস্থা নেওয়ার জন্য দুই দেশের প্রতি আহ্বান জানান মুন। সংবাদ: বিজনেস স্ট্যান্ডার্ড ।
বান কি মুনের মুখপাত্র স্টিফেন ডুজারিচ মঙ্গলবার সাংবাদিকদের বলেন, জাতিসংঘ মহাসচিব প্রকৃতপক্ষে নেপাল-ভারত সীমান্তে পণ্য পরিবহনে বাধা দেওয়ায় আবারও উদ্বেগ জানিয়েছেন। অবরোধের ফলে নেপালে তীব্র জ্বালানি-সংকট শুরু হয়েছে। ভূমিকম্প-বিধ্বস্ত গ্রামগুলোতে সরবরাহ বন্ধ হয়ে গেছে।
ডুজারিচ আরও বলেন, জাতিসংঘের মহাসচিব মনে করেন, ভূ-বেষ্টিত দেশ হিসেবে এবং মানবিক কারণেও নেপালের মুক্ত বাণিজ্যের অধিকার আছে। এ জন্য তিনি সব পক্ষকে অনতিবিলম্বে বাধা তুলে নিতে আহ্বান জানান। নেপালের নতুন সংবিধান নিয়ে আপত্তি তুলে মূলত তরাই অঞ্চলে ভারতীয়-বংশোদ্ভূত মদেশীয় সম্প্রদায় এই অবরোধ শুরু করে।