৯৭ বছর বয়সী এমএ পরীক্ষার্থী

৯৭ বছর বয়সী এমএ পরীক্ষার্থী

  • আন্তর্জাতিক ডেস্ক

ভারতের নাগরিক রাজকুমার ভাইসা স্নাতক সম্পন্ন করেছেন ১৯৩৮ সালে। তারপর কেটে গেছে দীর্ঘ ৭৮ বছর। সম্প্রতি ৯৭ বছর বয়সে এসে রাজকুমার আবার পরীক্ষায় বসেছেন। তিনি নালন্দা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এমএ পরীক্ষা দিয়েছেন। সংবাদ: আইএএনএস।

গতকাল (২৩ এপ্রিল) নালন্দা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, রাজকুমার অর্থনীতিতে এমএ পরীক্ষা দিয়েছেন। অন্যান্য পরীক্ষার্থীদের মতোই টানা তিন ঘণ্টা পরীক্ষাকক্ষে ছিলেন এই প্রবীণ শিক্ষার্থী।

কর্মকর্তারা আরও জানান, রাজকুমার গত বছর স্নাতকোত্তর কোর্সে ভর্তি হন। মাস্টার্স ডিগ্রি অর্জন ও ভারতের দারিদ্র্যের সমস্যাগুলো বুঝতে এই বিষয়ে ভর্তি হন তিনি।

রাজকুমার ভাইসা বলেন, তিনি পরীক্ষায় অংশ নিয়েছেন ও নিজের স্বপ্ন পূরণে মাত্র একধাপ বাকি।

১৯২০ সালের ১ এপ্রিল ভারতের উত্তর প্রদেশের বারেইল শহরে জন্মগ্রহণ করেন রাজকুমার ভাইসা। ১৯৩৮ সালে আগ্রা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন এবং ১৯৪০ সালে আইনেও ডিগ্রি নেন। ১৯৮০ সালে ঝাড়খন্ডের একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক হিসেবে অবসর নেন।favicon59

Sharing is caring!

Leave a Comment