উত্তর কোরিয়া সফরে যাবেন বান কি মুন

উত্তর কোরিয়া সফরে যাবেন বান কি মুন

আন্তর্জাতিক ডেস্ক: চলতি সপ্তাহে উত্তর কোরিয়া সফরে যাবেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহ্যাপ দাবি অনুযায়ী জাতিসংঘের উচ্চ পর্যায়ের একটি সূত্র এ তথ্য জানিয়েছে । তবে জাতিসংঘ এ ব্যাপারে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যদি এ তথ্য সঠিক হয় তাহলে জাতিসংঘের কোনো মহাসচিবের গত দুই দশকের মধ্যে এটাই হবে প্রথম উত্তর কোরিয়া সফর। এ পর্যন্ত জাতিসংঘের দুজন মহাসচিব উত্তর কোরিয়া সফর করেছেন।

ইয়োনহ্যাপের তাদের প্রতিবেদনে বলেছে, সম্ভাব্য এই সফরে মুন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন । তবে প্রতিবেদনে সফরের বিষয়ে কোনো সুনির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়নি।

এর আগে গত মে মাসে জাতিসংঘ মহাসচিব মুনের উত্তর কোরিয়া সফরের কথা ছিল। কিন্তু সেবার উত্তর কোরিয়া হঠাৎ করেই মুনের পূর্বনির্ধারিত সফর বাতিল করে দেয়। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের পরমাণু কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে কেন্দ্র করে উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। favicon

Sharing is caring!

Leave a Comment