ভারতে গরু হয়ে জন্ম নেওয়া নিরাপদ!
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের লোকসভায় কংগ্রেস নেতা শশী থারুর বলেছেন, ভারতে মুসলিম হওয়ার চেয়ে গরু হওয়া নিরাপদ। ক্রমবর্ধমান ধর্মীয় অসহিষ্ণুতার উল্লেখ করতে গিয়ে তিনি এ কথা বলেন।
ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে এক বিতর্কে অংশ নিয়ে শশী থারুর বলেন, ততক্ষণ সরকার ‘মেড ইন ইন্ডিয়া’ উদ্যোগ বাস্তবায়ন করতে পারবে না যতক্ষণ ‘হেট ইন ইন্ডিয়া’ থাকবে। ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন নীরব তখন তাকে লক্ষ্য করেই এসব কথা বলেন শশী থারুর। তিনি বলেন, ‘বিদেশি সংবাদপত্রগুলোতে আমাদের অসহিষ্ণুতা নিয়ে খবর প্রকাশ হতে দেখে আমরা লজ্জার মধ্যে পড়ে যাই। বাংলাদেশে থাকা আমার বন্ধু বলছে যে, ভারতে মুসলমান হওয়ার চাইতে গরু হওয়া নিরাপদ।’
এর আগে কেরালা হাউসে গরুর মাংসের খোঁজে যখন অভিযান চালানো হয় তখন দিল্লিতে উপস্থিত ছিলেন আফ্রিকার ৫০টি দেশের প্রধানরা, যাদের সকলেই গরুর মাংস খান। এ নিয়ে শশী থারুর প্রশ্ন রাখেন, তাহলে ভারত সম্পর্কে তাদের ধারণা কী হতে পারে?