ভারত মহাসাগরে ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক: আজ শনিবার সকালে ভারত মহাসাগরের দক্ষিণাঞ্চলে ৭.১ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। তবে ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, স্থানীয় সময় সকাল ৬টা ২৪ মিনিটে (গ্রিনিচ মান সময় ২২টা ২৪) অস্ট্রেলিয়ার পার্থ নগরী থেকে প্রায় তিন হাজার ১০০ কিলোমিটার (এক হাজার ৯৫০ মাইল) দক্ষিণ-পশ্চিমে এবং হার্ড আইল্যান্ড ও ম্যাকডোনাল্ড দ্বীপপুঞ্জের এক হাজার কিলোমিটার দূরে এই ভূমিকম্প আঘাত হানে। এটির উৎপত্তিস্থল ছিল ভারতের দক্ষিণ-পূর্ব প্রান্তে।