দিল্লিতে পুলিশকে গুলি করে হত্যা
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পূর্ব দিল্লির কারকারদুমা আদালত প্রাঙ্গণে চার বন্দুকধারীর গুলিবর্ষণে এক পুলিশ নিহত ও অপর দুজন আহত হয়েছেন। আজ (২২ ডিসেম্বর) সকাল ১১টার দিকে এক বিবাদীকে আদালতে নিয়ে যাওয়া সময় বন্দুকধারীরা গুলি ছুঁড়লে এ ঘটনা ঘটে। সংবাদ : এনডিটিভি।
এনডিটিভি জানায়, নিহত পুলিশ সদস্যের নাম রাম কুমার। পুলিশের হেড কনেস্টেবল রাম ইরাফনকে নিয়ে আদালতে ৭৩ নাম্বার রুমের দিকে অগ্রসর হচ্ছিলেন। তার বুকে ও মাথায় তিনটি গুলি লাগে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হামলাকারীরা ছয় রাউন্ড গুলি ছুঁড়েছিল। তিন হামলাকারীকে আটক করা সম্ভব হলেও অপরজন পালিয়ে যেতে সক্ষম হন। পুলিশের ইস্টার্ন রেঞ্জের যুগ্ম কমিশনার সঞ্জয় বেনিওয়াল বলেন, ‘অপরাধী দলটি আদালতে প্রবেশ করে ইরফানকে দেখা মাত্রই গুলির্বষণ করে। সে আহত হয়েছে, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’