নরেন্দ্র মোদির শিক্ষাগত যোগ্যতা প্রকাশ

নরেন্দ্র মোদির শিক্ষাগত যোগ্যতা প্রকাশ

  • আর্ন্তজাতিক ডেস্ক

বিতর্ক উঠেছিল নরেন্দ্র মোদির শিক্ষাগত যোগ্যতা নিয়ে। আর এই বিতর্ক তুলেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম-আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। এমন কি তিনি সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শিক্ষাগত যোগ্যতা জানতে চেয়ে আবেদন করেছিলেন ভারতের কেন্দ্রীয় ইনফরমেশন কমিশনের কাছে।

তবে অবশেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শিক্ষাগত যোগ্যতা প্রকাশিত হয়েছে। রিপোর্ট বলছে তিনি একজন মেধাবী ছাত্র ছিলেন।  ১৯৮৩ সালে প্রথম শ্রেণিতে এমএ পাস করেছেন।

গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে ৬২ দশমিক ৩ শতাংশ নম্বর পেয়ে এমএ পাস করেন ১৯৮৩ সালে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরো জানায় নরেন্দ্র মোদি সেখানে এক্সটারনাল স্টুডিন্ট (বহিরাগত ছাত্র) ছিলেন। দুই বছরের এমএ কোর্সে তাঁর পাঠ্য বিষয় ছিল ইউরোপীয় রাজনীতি, ভারতীয় রাজনীতি বিশ্লেষণ এবং রাজনীতির মনস্তত্ত্ব। তবে গুজরাট ইউনিভার্সিটি মোদির স্নাতক স্তরের ফলাফল সম্পর্কে কোনো তথ্য নেই বলে জানানো হয়েছে।

ভারতের আহমেদাবাদ থেকে প্রকাশিত মিরর পত্রিকা তাদের প্রতিবেদনে জানায়, নরেন্দ্র মোদি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৮ সালে বিএ পাস করেন। এর আগে তিনি দিল্লির এম এন সায়েন্স কলেজের শিক্ষার্থী ছিলেন বলেও জানায় পত্রিকাটি। favicon59

Sharing is caring!

Leave a Comment