ফারিনাকে ফিরিয়ে নিল পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক : জঙ্গি যোগসাজশের অভিযোগ ওঠার পর পাকিস্তানি কূটনীতিক ফারিনা আরশাদকে প্রত্যাহার করে নিয়েছে পাকিস্তান কর্তৃপক্ষ। ঢাকায় পাকিস্তানি দূতাবাসে সেকেন্ড সেক্রেটারি (রাজনৈতিক) হিসেবে কর্মরত এই কূটনীতিক আজ (২৩ ডিসেম্বর) দুপুরে ঢাকা ছেড়ে গেছেন বলে জানিয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন সূত্র।
এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুইজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, জঙ্গি যোগসাজশের অভিযোগ ওঠায় ঢাকায় পাকিস্তানি দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি (রাজনৈতিক) ফারিনা আরশাদকে প্রত্যাহারের জন্য পাকিস্তান কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছিল। জবাবে তারা জানিয়েছেন, তাকে প্রত্যাহার করা হচ্ছে।
প্রসঙ্গত, রাজধানী থেকে গ্রেফতার হওয়া ইদ্রিস শেখ নামে সন্দেহভাজন জেএমবির এক সদস্যের সম্প্রতি আদালতে দেওয়া জবানবন্দি থেকে ফারিনা আরশাদের বিরুদ্ধে জঙ্গি সম্পৃক্ততার তথ্য পাওয়ার কথা জানায় গোয়েন্দারা।
ঢাকা মহানগর হাকিম আবদুল্লাহ আল মাসুদের কাছে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে জেএমবি সদস্য ইদ্রিস শেখ জানান, এয়ার টিকিটিং ও ভিসা প্রসেসিং ব্যবসা করার সময় বাবুল এবং পরে তার মাধ্যমে কামাল নামের আরেকজনের সঙ্গে তার পরিচয় হয়। সে সময় কামাল নিজেকে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার লোক বলে পরিচয় দেয়। জবানবন্দিতে ইদ্রিস আরও বলেন, একপর্যায়ে বাবুল পাকিস্তান চলে যায়। পরে বাবুলের মাধ্যমেই ফারিনার সঙ্গে তার পরিচয় হয়।