উঠে যাচ্ছে চীনের এক-সন্তান নীতি

উঠে যাচ্ছে চীনের এক-সন্তান নীতি

আন্তর্জাতিক ডেস্ক : উঠে যাচ্ছে চীনের এক-সন্তান নীতি। গত অক্টোবরেই এই নীতি তুলে নেওয়ার কথা ঘোষণা হয়েছিল। গতকাল (২৭ ডিসেম্বর) নতুন এই আইন সংশোধনের কাজে হাত দিয়েছে ক্ষমতাসীন কমিউনিস্ট সরকার। ১ জানুয়ারি থেকেই কার্যকর হতে চলেছে এই নতুন আইন। যার ফলে এ বার থেকে বিবাহিত দম্পতিদের দ্বিতীয় সন্তান ধারণের জন্য আর সরকারি ছাড়পত্র লাগবে না।

সত্তরের দশকে চীনের জনসংখ্যা নিয়ন্ত্রণের প্রয়োজনে এই নীতি প্রণয়ন করা হয়। সেই আইন অনুসারে এত দিন বিবাহিত দম্পতিরা একটিই মাত্র সন্তান ধারণ করতে পারতেন। এই এক-সন্তান নীতির ফলে চিনে ক্রমাগতই বেড়ে চলছিল ভ্রূণের লিঙ্গনির্ধারণ ও গর্ভপাতের মতো সমস্যা। যাতে পুরুষ ও নারীর অনুপাত বিঘ্নিত হচ্ছে বলে দাবি করে আসছিলেন বিশেষজ্ঞরা। রাষ্ট্রপুঞ্জের পূর্বাভাস ছিল, এই এক সন্তান নীতির ফলে ২০৩০ সালের মধ্যেই বড় রকম সামাজিক সমস্যা তৈরি হবে চীনে। নাগরিকদের মধ্যে বয়স্কদের সংখ্যাই বেশি হয়ে দাঁড়াবে, যেখানে তরুণ প্রজন্ম বলতে প্রায় কিছুই থাকবেই না। ফলে শুধু যে কর্মক্ষম মানুষের সংখ্যাই কমবে তাই নয়, অর্থনৈতিক ভাবেও ধাক্কা খাবে চীন। বিশাল অর্থ বরাদ্দ করতে হবে বয়স্কদের স্বাস্থ্য-খাতে। সব মিলিয়ে, এই পরিস্থিতি মোকাবিলায় এ বার এই দুই-সন্তান নীতিতে সায় চীনা সরকারের।favicon5

Sharing is caring!

Leave a Comment