এক যে আছে অগ্নিগ্রাম !
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পুরুলিয়া রাজ্যের একটি গ্রামে ৫ দিনে ১৮বার আগুন লাগার ঘটনা ঘটেছে। হঠাৎ দাউ দাউ করে জ্বলে উঠছে খড়ের পালুই। কখনও খড়ের চালা, কিংবা টালি-অ্যাসবেসটসের চালার নীচে বাঁশের কাঠামোও পুড়ে যাচ্ছে। কেউ আগুন ধরিয়ে দিচ্ছে, নাকি প্রাকৃতিক কারণে শুকনো খড়ে আগুন লেগে যাচ্ছে, পাঁচ দিনেও ঠাহর করা যায়নি। দফায় দফায় আগুন নেভাতে এসে নাকাল দমকল কর্মীরাও।
পুরুলিয়ার ঝালদা ২ ব্লকের বড়তলিয়া গ্রামের বাসিন্দাদের দাবি, ইতিমধ্যে প্রায় ১৮টি অগ্নিকাণ্ড ঘটেছে। তার মধ্যে অধিকাংশই ধানের পালুই। তিনটি ঘরেও আগুন লেগেছে। গ্রামে পুলিশের ক্যাম্পও বসেছে। জেলার মন্ত্রী শান্তিরাম মাহাতো বলেন, ‘ওই অদ্ভুত অগ্নিকাণ্ডের ঘটনাটি শুনেছি। জেলা প্রশাসনকে খতিয়ে দেখতে বলেছি।’
পুরুলিয়ার জেলা পুলিশ সুপার রূপেশ কুমার বলেন, ‘সোমবারই কোটশিলা থানার ওসির সামনে একটি খড়ের পালুইয়ে আগুন লেগে যায় বলে শুনেছি। অথচ পুলিশ কর্মীরা ওই পালুইয়ে কাউকে আগুন ধরাতে দেখেননি।’
আতঙ্কে ঘুম ছুটেছে গ্রামের বাসিন্দাদের। আজ গ্রামে গিয়ে দেখা যায়, ফিসফাস করে একটাই আলোচনা, কখন কী পোড়ে। মঙ্গলবারও দেখা যায়, একটি বাড়ি থেকে গলগল করে ধোঁয়া বেরোচ্ছে। ওই বাড়ির ভৃগুরাম কুমারের কথায়, ‘আচমকা দেখি ঘরের জানলা দিয়ে ধোঁয়া বেরোচ্ছে।’ বাসিন্দাদের নিয়ে পুলিশ কর্মীরা আগুন নেভানোর কাজে নামেন।
জেলা পুলিশ সুপার বলেন, ‘পরিস্থিতির উপর নজর রাখতে এবং বাসিন্দাদের ভরসা দিতে গ্রামে পুলিশের একটি ক্যাম্প খোলা হয়েছে। আমরা এখন মাইনস অ্যান্ড মিনারেলসের রিপোর্টের অপেক্ষায় রয়েছি। তারপরেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’