ভারতে বিমানঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৭
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পাঞ্জাব রাজ্যে বিমানবাহিনীর পাঠানকোট ঘাঁটিতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে হামলাকারী সন্ত্রাসীদের কয়েক ঘণ্টা ধরে চলা গোলাগুলিতে নিহতের সংখ্যা বেড়ে সাতজনে পৌঁছেছে। তাদের মধ্যে চারজন সন্ত্রাসী ও তিনজন বিমান সেনা। আজ শনিবার ভোরে ওই ঘাঁটিতে সন্ত্রাসী হামলা হয়। সংবাদ : হিন্দুস্তান টাইমস।
পাকিস্তানের সন্ত্রাসী গোষ্ঠী জয়েশ-ই-মোহাম্মদ এই হামলা চালিয়েছে বলে ভারত সন্দেহ করছে।
হিন্দুস্তান টাইমসের খবরে জানানো হয়, পাঞ্জাব পুলিশের অতিরিক্ত মহাপরিচালক এইচএস ধীলন বলেছেন, আজ সকাল আটটার দিকে বিমানঘাঁটিতে গোলাগুলি শেষ হয়েছে। তবে চিরুনি অভিযান চলছে। তাঁর এই বক্তব্যের পরেই আবার ঘাঁটিতে গুলির শব্দ শোনা যায়। সূত্র বলছে, সেখানে আবার গোলাগুলি শুরু হয়েছে ও গ্রেনেড বিস্ফোরণ ঘটেছে।
এদিকে এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া অনলাইনের খবরে জানানো হয়, ভোর চারটার দিকে সেনাবাহিনীর পোশাকে সন্ত্রাসীরা বিমানঘাঁটির কাছে একটি ভবন থেকে এই হামলা চালায়। চাক্কি নদীর কাছে অবস্থিত সেনাঘাঁটিতে সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর কয়েক ঘণ্টা ধরে গোলাগুলি চলে। সকাল সাড়ে সাতটা পর্যন্ত বিমানঘাঁটি থেকে ভারী অস্ত্রের গুলির শব্দ পাওয়া যায়।
সেনাবাহিনীর বিশেষ দুটি দল, জাতীয় নিরাপত্তা বাহিনী ও বিমানবাহিনী এই অভিযানে অংশ নেয়। পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে। ওই এলাকায় চিরুনি অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পাঠানকোট-জম্মু মহাসড়কে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বিমানবাহিনীর স্টেশন এলাকায় যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে। প্রতিরক্ষা সূত্র বলছে, সেনাবাহিনীকে মহাসড়কে অবস্থান নিতে বলা হয়েছে, যাতে কোনো জঙ্গি জম্মু ও কাশ্মীরে ঢুকতে না পারে।
পাঞ্জাবের গুরুদাসপুরে ছয় মাস আগে আরও একটি সন্ত্রাসী হামলা হয়। এতে তিনজন নাগরিক নিহত হয়। ১২ ঘণ্টা ধরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গোলাগুলির পর তিন হামলাকারী সন্ত্রাসী নিহত হয়।