মালয়েশিয়ার সৈকত থেকে ১৩ লাশ উদ্ধার

মালয়েশিয়ার সৈকত থেকে ১৩ লাশ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলীয় রাজ্য জোহোরের একটি সৈকত থেকে ১৩টি লাশ উদ্ধার করেছে দেশটির পুলিশ। আজ (২৬ জানুয়ারি) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বেরনামা এ খবর জানায়।

এ দিন সকালে জোহোরের পূর্বাঞ্চলীয় উপকূলীয় এলাকার কোটা টিনগ্গির কাছে বন্দর পেনাওয়ার এলাকায় লাশগুলো পায় পুলিশ। সাগরে ভেসে আসা এসব লাশ ইন্দোনেশীয় নাগরিকদের। ডুবে যাওয়া একটি নৌকার যাত্রী ছিলেন তারা।

নৌকাটির খোঁজে আজ মালয়েশীয় কর্তৃপক্ষ একটি তল্লাশি অভিযান শুরু করেছে। নৌকাটিতে ৩৫ জনের মতো মানুষ ছিলেন বলে জানিয়েছে পুলিশ। জেলার পুলিশের প্রধান রহমত ওসমান জানিয়েছেন, নৌকাটি ইন্দোনেশিয়া থেকে অবৈধ অভিবাসীদের নিয়ে মালয়েশিয়ার দিকে আসছিল।

ইন্দোনেশীয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রচণ্ড ঢেউয়ের তোড়ে নৌকাটি উল্টে গেছে। ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরমানাথা নাসির বলেছেন, ‘ওই লাশগুলোতে ইন্দোনেশীয় পরিচয়পত্র পাওয়া গেছে।’favicon594

Sharing is caring!

Leave a Comment