মৃত্যুর খবর পেয়ে নিজেই জানালেন ‘বেঁচে আছি’
আন্তর্জাতিক ডেস্ক : গত ২৪ জানুয়ারি পুনের একটি হাসপাতালে ভর্তি করা হয় ভারতের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির নেতা শারদ পাওয়ারকে। আজ (২৬ জানুয়ারি) তার মৃত্যুর খবর প্রকাশিত হয় ভারতের বিভিন্ন গণমাধ্যমে। আজগুবি এমন খবর পেয়ে অবশেষে শারদ পাওয়ার নিজেই জানালেন ‘বেঁচে আছি’। অবশ্য এর আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যু নিয়ে তোলপাড় হয়ে গেছে।
আজ সকালে নিজের মৃত্যুর খবর উড়িয়ে দিয়ে বেঁচে থাকার প্রমাণ হিসেবে একটি ভিডিও প্রকাশ করেছেন ভারতের রাজ্যসভার প্রবীণ এ সদস্য। ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সকাল থেকেই চালাচালি হচ্ছিল ওই ভুয়া খবর। আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেওয়া না হলেও বিদ্যুৎ গতিতে ছড়াতে থাকে সেই ভুয়া খবর। একেবারে দিন-তারিখ ও সময় উল্লেখ করেও যে গুজব ছড়ানো হতে পারে তা লোকজনের ধারণায় আসেনি।
হোয়াটসঅ্যাপে ছড়ানো ওই বার্তায় লেখা ছিল, আজ সকাল ৮টা ৩৯ মিনিটে পুনের একটি হাসপাতালে মারা গেছেন শারদ পাওয়ার। প্রজাতন্ত্র দিবসের জন্য খবরের সত্যতা জানা যায়নি। পুনের ওই হাসপাতালে চিকিৎসাধীন শারদ পাওয়ারকে নিয়ে ছড়ানো ওই গুজবের সত্যতা আর যাচাই করে দেখেননি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ নানা জটিলতা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন সত্তোরোর্ধ্ব এই রাজনীতিক হাসপাতাল থেকে ছাড়া পাবেন আগামী ২৭ জানুয়ারি।
আজ সকাল থেকেই নিজের মৃত্যুর খবর জানতে পারেন শারদ পাওয়ার। পরে এক টুইটার বার্তায় সেই গুজব উড়িয়ে দেন তিনি। ‘আমি ভাল আছি, সুস্থ আছি। আপনাদের শুভেচ্ছার জন্য ধন্যবাদ’ লিখে টুইটারে বার্তা দেওয়ার পাশাপাশি হাসপাতালের বেড থেকে ইউটিউবে নিজের একটি ভিডিও ইউটিউবে আপলোড করে প্রমাণ করেছেন যে তিনি বেঁচে আছেন। সূত্র: এবিপি লাইভ।